অ্যাক্রোপোলিসে পর্যটক সংখ্যা কমাচ্ছে গ্রিস

টিবিএন ডেস্ক

আগস্ট ৪ ২০২৩, ১৮:৫১

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাক্রোপোলিসে দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাক্রোপোলিসে দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

  • 0

গ্রিস তাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাক্রোপোলিসের সুরক্ষা ও দীর্ঘায়ু নিশ্চিত করতে ঘুরতে আসা দর্শনার্থীর সংখ্যা সীমিত করবে বলে ঘোষণা দিয়েছে।

এথেন্সের সংস্কৃতিমন্ত্রী লিনা মেন্ডোনি জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে এথেন্সের অ্যাক্রোপোলিসে প্রতিদিন ২০ হাজারের বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।

সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইআরটি জানিয়েছে, মেন্ডোনি নিশ্চিত করেছেন বিধিনিষেধ ৪ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে। সামনের গ্রীষ্ম মৌসুমে ২০২৪ সালের ১ এপ্রিল থেকে এই বিধিনিষেধ কার্যকর করা হবে।

গ্রিক রেডিও স্টেশন রিয়েল এফএমকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে মেন্ডোনি বলেন, সরকারের হেলেনিক অর্গানাইজেশন অফ কালচারাল রিসোর্সেস ডেভেলপমেন্টের গবেষণার পর পরীক্ষামূলকভাবে এই পরিবর্তন আনা হচ্ছে।

তিনি বলেন, ‘বর্তমানে প্রতিদিন প্রায় ২৩ হাজার মানুষ সাইটটি পরিদর্শন করেন। এটি একটি বিশাল সংখ্যা। পর্যটন অবশ্যই দেশ ও আমাদের সবার কাম্য। পর্যটকের চাপ থেকে কীভাবে অ্যাক্রোপলিসকে রক্ষা করা যায় তা নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে।’

খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে পাহাড়ের উপর নির্মিত অ্যাক্রোপলিস একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে পার্থেনন মন্দির যা দেবী অ্যাথেনাকে উৎসর্গ করে তৈরি হয়েছিল।

ইউনেস্কোর মতে, অ্যাক্রোপোলিস ও এর স্মৃতিস্তম্ভগুলি সর্বশ্রেষ্ঠ স্থাপত্যের সঙ্গে শৈল্পিক ও জটিল প্রাচীন গ্রীক সভ্যতাকে পৃথিবীর কাছে তুলে ধরে।

গ্রীক কর্তৃপক্ষ সারাদেশে তীব্র তাপপ্রবাহের সময় গত মাসে অ্যাক্রোপোলিস ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থানগুলো দিনের উষ্ণতম সময়ে কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন