ডিআর কঙ্গোয় জাতিগত সহিংসতায় নিহত ২০

টিবিএন ডেস্ক

জুলাই ১ ২০২৩, ১:৩৪

জাতিগত সংঘাত ছড়িয়ে পড়ায় এলাকা ছেড়ে যাচ্ছেন কোয়ামাউথবাসী। ছবি: সংগৃহীত

জাতিগত সংঘাত ছড়িয়ে পড়ায় এলাকা ছেড়ে যাচ্ছেন কোয়ামাউথবাসী। ছবি: সংগৃহীত

  • 0

ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) পশ্চিমাঞ্চলে জাতিগত সংঘাত চলাকালে এ সপ্তাহে সশস্ত্র সন্ত্রাসীরা কমপক্ষে ২০ জনকে হত্যা করেছে।

এ অঞ্চলের দীর্ঘদিন ধরে চলে আসা ভয়াবহ জাতিগত সংঘাতে শত শত মানুষের জীবনহানির ঘটেছে। বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য নিশ্চিত করে।

রাইটস মনিটরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে মোবন্ডো মিলিশিয়া যোদ্ধারা সোমবার টেক জাতিগোষ্ঠীর ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাকে অতর্কিত হামলা চালায়। রাজধানী কিনশাসার উত্তর-পূর্বে মাই-এনডোম্বে কোয়ামাউথ অঞ্চলের একটি গ্রামের কাছে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি বলেছে, ২০২২ সালের জুনে তথাকথিত 'স্থানীয়’ ও 'বহিরাগত’ সম্প্রদায়ের মধ্যে জমি ও প্রথাগত বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হলে শত শত লোক নিহত হন।

এইচআরডব্লিউ বলেছে, ‘অনেক কৃষক, প্রধানত ইয়াকা, 'নেটিভ' টেকে প্রধানদের প্রথাগত রয়্যালটি বৃদ্ধি প্রত্যাখ্যান করার পর উত্তপ্ত বিরোধ ব্যাপক সহিংসতায় রূপ নেয়।’

এতে আরও বলা হয়েছে মানবিক সঙ্কট সৃষ্টি হওয়ায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...