দুই সন্তান হত্যার দায়ে মায়ের আমৃত্যু কারাদণ্ড

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ২১:৪৩

দুই সন্তান হত্যার দায়ে দোষী সাব্যস্ত লরি ভ্যালো ডেবেল। ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার দায়ে দোষী সাব্যস্ত লরি ভ্যালো ডেবেল। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার আইডাহো স্টেইটে দুই সন্তানকে হত্যা ও স্বামীর প্রথম স্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর লরি ভ্যালো ডেবেলকে জামিন অযোগ্য আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

লরি ভ্যালোকে ১৬ বছর বয়সী কন্যা টাইলি রায়ান ও ৭ বছর বয়সী শিশুকন্যা জশুয়া ভ্যালোকে হত্যার পাশাপাশি তার স্বামী চ্যাড ডেবেলের প্রথম স্ত্রী ট্যামি ডেবেলকে হত্যার ষড়যন্ত্রের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক জানিয়েছেন, এই সাজাগুলি পরপর কার্যকর করা হবে। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি চুরির জন্য তাকে অতিরিক্ত ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মে মাসে লরিকে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ এবং শিশুদের ও তার স্বামীর প্রথম স্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, একটি ভিকটিম ইমপ্যাক্ট বিবৃতিতে সোমবার টাইলি ও জশুয়ার বড় ভাই কলবি রায়ান বলেছেন, ‘টাইলি ও জশুয়া এই পৃথিবীতে অনেক আলো এনেছে।’

রায়ান লিখেছে, ‘টাইলির মা, স্ত্রী হওয়ার বা যে ক্যারিয়ার গড়ার কথা ছিল তা করার সুযোগ কখনই আর পাবে না। সে কখনোই তার প্রাপ্য জীবন পাবে না। জশুয়া কখনই এই বিশ্বের তার আলোকে ছড়িয়ে দিতে সক্ষম হবে না। সে কখনই বড় হওয়ার সুযোগ পাবে না।’

লরির দুই সন্তানকে সবশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে দেখা যায়। ট্যামি ডেবেল পরের মাসে ঘুমের মধ্যে মারা যান। এর কয়েক সপ্তাহ পরে লরি ও চ্যাড ডেবেল বিয়ে করেন। পুলিশ ২০২০ সালের জুনে, ফ্রিমন্ট কাউন্টিতে ডেবেলের বাড়ির উঠানে টাইলি ও জশুয়ার দেহাবশেষ খুঁজে পায়।

আলামত ধ্বংস ও ষড়যন্ত্রের দুই অভিযোগে ২০২৪ সালের এপ্রিলে পৃথকভাবে চ্যাড ডেবেলের বিচার করা হবে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এই দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তারা ট্যামি ডেবেল ও শিশুদের হত্যাকে ন্যায়সঙ্গত করার উদ্দেশ্যে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করেছেন। ইস্ট আইডাহো নিউজের খবরে বলা হয়, বিচারের সময় প্রসিকিউটররা এই দম্পতিকে ধ্বংসাত্মক ধর্মীয় বিশ্বাসের অধিকারী বলে চিত্রিত করেছিলেন। এরা নিজেদেরকে ধর্মীয় ব্যক্তিত্ব বলে বিশ্বাস করতেন এবং মানুষকে ‘আলো’ বা ‘অন্ধকার’ হিসাবে চিহ্নিত করার ব্যবস্থা বানিয়েছিলেন।

লরি ডেবেলের আইনজীবী জিম আর্চিবাল্ড ধর্মের প্রতি তার ক্লায়েন্টের আগ্রহের কথা স্বীকার করেছেন। বিশেষত ‘শেষ সময়ের’ চিন্তাভাবনায় বিশ্বাস এনেছিলেন তিনি। তিনি জানান যে, লরি একজন ‘দয়ালু ও প্রেমময় মা’ ছিলেন।

লরি ডেবেল শিশুদের মৃত্যুর পর তাদের সামাজিক সুরক্ষার অর্থও উত্তোলন করতেন। এজন্য তার বিরুদ্ধে বড় চুরির অভিযোগও আনা হয়েছে। প্রসিকিউটাররা বলেন তিনি টাকা উত্তোলন চালিয়ে যাওয়ার জন্য তার বাচ্চাদের নিখোঁজ সংবাদ জানাননি কাউকে।


0 মন্তব্য

মন্তব্য করুন