তীব্র গরমে নিউ ইয়র্কবাসীকে স্বস্তি দিতে ৫০০ কুলিং সেন্টার

টিবিএন ডেস্ক

জুলাই ২৭ ২০২৩, ১৬:৫০

গ্রীষ্মের দাবদাহে নিউ ইয়র্কবাসীকে স্বস্তি দিতে শহর কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েছে। ছবি: সংগৃহীত

গ্রীষ্মের দাবদাহে নিউ ইয়র্কবাসীকে স্বস্তি দিতে শহর কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েছে। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্ক সিটিতে চলতি মৌসুমের প্রথম দাবদাহ শুরু হয়েছে। গ্রীষ্মের তীব্র গরম থেকে নিউ ইয়র্কবাসীকে স্বস্তি দিতে ৫০০ কুলিং সেন্টার খুলেছে সিটি কর্তৃপক্ষ।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, চলতি সপ্তাহে এই দাবদাহের কারণে তীব্র গরম অনুভূত হবে। ফলে শহরবাসীর জন্য বাড়তি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে নিউ ইয়র্কের বাসিন্দাদের গরম থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নিউ ইয়র্ক সিটির চিফ মেটেওরোলজিস্ট লি গোল্ডবার্গ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিনদিন শহরের তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের ওপর থাকবে।

এই তীব্র দাবদাহকে সামাল দিতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনের জন্য নিউ ইয়র্কের ৫ টি বোরোতে ৫০০ টি কুলিং সেন্টার চালু করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই কুলিং সেন্টারগুলোর অবস্থান ও যেকোনো তথ্য ফাইন্ডার ডট এনওয়াইসি ডট গভ স্ল্যাশ কুলিংসেন্টার স্ল্যাশ অ্যাড্রেসে পাওয়া যাবে।

দাবদাহে নিউ ইয়র্কের পোষা প্রাণীর জন্যও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। গরম থেকে প্রাণীদের স্বস্তি দিতে বেশ কয়েকটি লোকেশনে পেটকো নামের পেট সেন্টার খোলা হয়েছে।

নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের পাবলিক সুইমিং পুলগুলো আগামী তিনদিন ১ ঘন্টা বেশি খোলা রাখা হবে।

তীব্র গরমের কারণে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে নিউ ইয়র্ক সিটি ফায়ার সার্ভিস। এলাকাভিত্তিক স্প্রে ক্যাপগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বিশেষ সতর্ক অবস্থায় থাকবে ফায়ার ডিপার্টমেন্ট।

ইতোমধ্যে চলতি গ্রীষ্মের দাবদাহে ডিপার্টমেন্ট অফ স্যোশাল সার্ভিসেস (ডিএসএস) একটি কোড রেড অ্যালার্ট জারি করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন