মাস্ক রোববার এক এক্স বার্তায় জানান, জাক বনাম মাস্কের ফাইট এক্স-এ লাইভ স্ট্রিমিং করা হবে। এ থেকে পাওয়া অর্থ প্রবীণদের কল্যাণে ব্যয় করা হবে।
তবে কবে কখন এই কেজ ফাইট হবে সে ব্যাপারে তিনি কোনো তথ্য জানাননি।
এর আগে মাস্ক জানিয়েছেন, লড়াইয়ের প্রস্তুতি হিসেবে তিনি সারাদিন ভারোত্তোলন করছেন। সেই সঙ্গে তিনি বলেন, তার আলাদা করে ছক কষার সময় নেই। তাই কাজের ফাঁকে ওয়েট লিফটিং করে কেইজ ফাইটের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
একজন এক্স ব্যবহারকারী মাস্ককে ফাইটের বিষয়ে প্রশ্ন করলে তিনি জবাব দেন, ‘এটি লড়াইয়ের এক সভ্য রূপ। পুরুষ লড়াই পছন্দ করে।’
গত জুন থেকে দুই টেক জায়ান্টের কেইজ ফাইটিং নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। জুনে এক এক্স বার্তায় জাকারবার্গের বিপরীতে অক্টাগনে অংশ নেয়ার কথা জানিয়েছিলেন মাস্ক। তিনি বলেছিলেন, তিনি জাকারবার্গের সঙ্গে কেইজ ফাইটিংয়ের জন্য প্রস্তুত।
মেটার প্রধান জাকারবার্গ এরপর মাস্কের পোস্টের স্ক্রিনশট দিয়ে এক পোস্টে লেখেন, ‘আমাকে লোকেশন পাঠান’। মাস্ক প্রতিউত্তরে জানান, ‘ভেগাস অক্টাগন।’
মাস্ক তখন বলেছিলেন , কেইজ ফাইটের দিনক্ষণ ঠিক হলে তিনি পুরোদমে প্রস্তুতি নেয়া শুরু করবেন।