নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে মুক্ত করতে মরিয়া ফ্রান্স

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ১৬:৫৬

কর্নেল আমাদু আব্দরামানে। ছবি: সংগৃহীত

কর্নেল আমাদু আব্দরামানে। ছবি: সংগৃহীত

  • 0

নাইজারের ক্ষমতাচ্যুত সরকারের প্রধান প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্ত করতে ফ্রান্স তার সামরিক বাহিনীকে নাইজারের প্রেসিডেন্ট ভবনে হামলা চালানোর অনুমতি দিয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক জান্তা।

অভ্যুত্থানে অংশ নেয়া পিজি নেতাদের একজন সোমবার বলেছেন, প্যারিস তাদের দেশের রাজনৈতিক সংকটে ‘সামরিক হস্তক্ষেপ’ করতে চায়।

নাইজারের অভিজাত প্রেসিডেন্সিয়াল গার্ডের (পিজি) সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর গত বুধবার বাজুমকে আটক করে পিজি বাহিনীর একদল সেনা। এর দুইদিন পর দেশটির ক্ষমতা নিজ হাতে তুলে নেন পিজি বাহিনীর প্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানি।

পিজির অভ্যুত্থানের অন্যতম নেতা কর্নেল আমাদু আব্দরামানে সোমবার এক বিবৃতিতে দাবি করেন, নাইজারের মিত্র ফ্রান্স দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিতে ‘সামরিক হস্তক্ষেপের’ অযুহাত খুঁজছে।

তিনি বলেন, ‘ফ্রান্স নাইজারে হামলায় সহযোগিতার জন্য এবং প্রয়োজনীয় রাজনৈতিক ও সামরিক অনুমোদন পাওয়ার জন্য নাইজারের ন্যাশনাল গার্ডের জেনারেল স্টাফের সঙ্গে একটি বৈঠক করেছে।’

তার মতে, নাইজারের ফরেইন মিনিস্টার হাসুমি মাসসুদু ও ন্যাশনাল গার্ডের কমান্ডার মেজর মিদু গুইরে দুজনেই নাইজারে ‘হামলা চালানোর’ জন্য প্যারিসকে আহ্বান জানিয়েছেন।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ নাইজারে পিজি বাহিনীর অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাজুমের মুক্তি ও ক্ষমতায় পুনর্বহালের দাবি জানিয়েছেন।

ফ্রান্সের সংবাদ মাধ্যম ল্য মদের প্রতিবেদন অনুসারে, নাইজারের জান্তার অভ্যুত্থানের সমর্থনে হাজারও সমর্থক রোববার নিয়ামেতে ফ্রেঞ্চ দূতাবাসের সামনে ফ্রেঞ্চ হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ফরাসি পতাকা পুড়িয়ে দিয়েছে ও ‘অ্যাম্বাসি অফ ফ্রান্স ইন নাইজার’ লেখা একটি নামফলক ছিঁড়ে ফেলেছে।

ম্যাক্রোঁ রোববার বলেছেন, পশ্চিম অ্যাফ্রিকার দেশ নাইজারে ফ্রান্স ও তার স্বার্থের ওপর হামলা সহ্য করা হবে না এবং সে হামলার তাৎক্ষণিক জবাব দেয়া হবে।

প্যারিস এক ঘোষণায় শনিবার জানিয়েছে, নাইজারে সব ধরনের উন্নয়ন সহায়তা ও বাজেট সহায়তা কার্যক্রম’ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে।

এছাড়া, অ্যাফ্রিকার ১৫ সদস্যের রিজিওনাল ব্লক ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেইটস (ইকোওয়াস) নাইজারের ওপর অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সংস্থাটি নাইজার জান্তাকে সতর্ক করে বলেছে, অভ্যুত্থানের নেতারা যদি সাত দিনের মধ্যে বাজুমকে পুনর্বহাল না করেন, তাহলে তারা দেশটিতে সামরিক বল প্রয়োগের অনুমোদন দেবে।

ইকোওয়াসের সমর্থন জানিয়ে ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের অধীনে নাইজারের সাংবিধানিক ব্যবস্থায় তাৎক্ষণিক প্রত্যাবর্তনের জন্য ইকোওয়াসের রাষ্ট্রপ্রধানদের গৃহীত সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়।


0 মন্তব্য

মন্তব্য করুন