রাশিয়া-চায়নার নৌ-টহল, অ্যালাস্কা উপকূলে অ্যামেরিকার যুদ্ধজাহাজ

টিবিএন ডেস্ক

আগস্ট ৭ ২০২৩, ১৪:১৫

রাশিয়া ও চায়নার নৌ-টহলে নরজদারি রাখতে চারটি যুদ্ধজাহাজ ও একটি বিমান মোতায়েন করেছে অ্যামেরিকা। ছবি: সংগৃহীত

রাশিয়া ও চায়নার নৌ-টহলে নরজদারি রাখতে চারটি যুদ্ধজাহাজ ও একটি বিমান মোতায়েন করেছে অ্যামেরিকা। ছবি: সংগৃহীত

  • 0

রাশিয়া ও চায়নার নৌবাহিনীর যৌথ টহলে নজর রাখতে অ্যালাস্কান উপকূলে চারটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে অ্যামেরিকা।

ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিওএসজে) প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া ও চায়নার অন্তত ১১টি জাহাজ অ্যামেরিকার অ্যালাস্কা স্টেইটের অ্যালেউটিয়ান আইল্যান্ডের কাছকাছি পৌঁছে যায়। তবে সেগুলো অ্যামেরিকার জলসীমা অতিক্রম করেনি, কাছ দিয়ে চলে যায়।

সেগুলোর গতিবিধির দিকে নজর রাখতে চারটি ইউএস ডেস্ট্রয়ার ও একটি পি-এইট পসাইডন বিমান মোতায়েন ‌করা হয়।

হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ও অবসরপ্রাপ্ত নেভি ক্যাপ্টেন ব্রেন্ট স্যাডলার জানান, রাশিয়া-ইউক্রেইনের যুদ্ধ ও তাইওয়ান ঘিরে উত্তেজনার মধ্যে অ্যামেরিকার জলসীমার কাছে রাশিয়া ও চায়নার এমন টহল উসকানিমূলক।

ইউএস নর্দান কমান্ড এসব ঘটনা নিশ্চিত করে বলেছে, ‘অ্যামেরিকা ও ক্যানাডার প্রতিরক্ষা অটুট রাখতে আমাদের অধীনস্ত কমান্ডের আকাশ ও নৌসম্পদ অভিযান চালিয়েছে।’

এদিকে ওয়াশিংটন ডিসির চায়না দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ জানিয়েছেন, ওই টহলের লক্ষ্যবস্তু অ্যামেরিকা ছিল না।

তিনি বলেন, ‘চায়না ও রাশিয়ান সামরিক বাহিনীর মধ্যেকার বার্ষিক সহযোগিতার পরিকল্পনার অংশ হিসেবে দুই দেশের নৌযান সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে যৌথ টহল পরিচালনা করেছে। কোনো তৃতীয় পক্ষ এর লক্ষ্যবস্তু ছিল না। এর সঙ্গে সাম্প্রতিক সময়ের কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক ঘটনার সম্পর্ক নেই।’


0 মন্তব্য

মন্তব্য করুন