আহতদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনার পর ফ্লাইট থেকে ৭৬ যাত্রী ও চার ক্রুকে সরিয়ে নেয়া হয়েছে।
মিনিয়াপোলিস থেকে যাত্রা শুরু করে ক্যানাডার টরোন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় উলটে যায় ফোর এইট ওয়ান নাইন ফ্লাইটটি।
বিমানের ৮০ আরোহীর সবাই প্রাণে বেঁচে গেলেও আহত শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ডেল্টা ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর ফ্লাইট-ফোর এইট ওয়ান নাইনের ৭৬ যাত্রী ও চার ক্রুকে সরিয়ে নেয়া হয়েছে।
সোমবার স্থানীয় সময় বিকেল ৩.৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এর কোনো কারণ নিশ্চিত করা না গেলেও, তুষারপাত ও জোরালো বাতাসের কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ক্ষতিগ্রস্তদের সেবা নিশ্চিত করা। একইসাথে, উদ্ধার কার্যক্রমে দ্রুত প্রতিক্রিয়া জানানোয় ডেল্টা ও এন্ডেভার এয়ারলাইন্সের সদস্যদের ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির সিইও এড বাস্তিয়ান।
এদিকে, ঠিক কী কারণে বিমানটি উল্টে আগুন ধরে গেলো তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও তদন্ত চলছে বলে জানিয়েছে এফএএ। ক্যানাডার ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ডের নেতৃত্বে এই তদন্তে সহায়তা করছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ডের কর্মকর্তারা।