নিউজার্সির নিউয়ার্কে শুক্রবারে বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে গিয়ে ছয় জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, প্রথমে ভবনটির একপাশ ধসে পড়ে। এরপর সন্ধ্যা ৬টায় পুরো ভবনটি ধসে পড়ে। ভবনটি নিউয়ার্ক হাউজিং অথোরিটির মালিকানাধীন। নিউয়ার্কের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ছয় জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।ধসে যাওয়া ভবন থেকে তিন শিশুসহ অন্তত ৩১ জনকে সরিয়ে নিতে সাহায্য করে রেডক্রস।নিউয়ার্ক পাবলিক সেফটির ডিরেক্টর ফ্রিটজ ফ্রেজ বলেছেন, বিস্ফোরণের সম্পর্কে এখনো কোনো তথ্য তাদের কাছে নেই। তবে বিস্ফোরণের কারণ অনুসন্ধান চলছে।