হাসপাতাল থেকে ছাড়া পেলেন লেব্রন জেমসের ছেলে

টিবিএন ডেস্ক

জুলাই ২৮ ২০২৩, ৬:১৩

বাস্কেটবল কিংবদন্তী লেব্রন জেমসের সঙ্গে ছেলে ব্রনি জেমস। ছবি: সংগৃহীত

বাস্কেটবল কিংবদন্তী লেব্রন জেমসের সঙ্গে ছেলে ব্রনি জেমস। ছবি: সংগৃহীত

  • 0

ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সোমবার বাস্কেটবল অনুশীলনের সময় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর হাসপাতাল থেকে বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন বাস্কেটবল কিংবদন্তী লেব্রন জেমসের ছেলে ব্রনি জেমস।

সিডারস-সিনাই মেডিকেল গ্রুপের কার্ডিওলজিস্ট ডাক্তার মেরিজে চুকুমেরিজে এক বিবৃতিতে বলেন, ‘ইউএসসি অ্যাথলেটিকসের মেডিকেল স্টাফদের দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। ব্রনি জেমসকে কার্ডিয়াক অ্যারেস্টের জন্য সঠিক চিকিৎসা দেয়া হয়েছিল। তিনি সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে সম্পূর্ণ সুস্থ, স্নায়বিকভাবে অক্ষত এবং স্থিতিশীল অবস্থায় পৌঁছেছেন।’

চিকিৎসকরা জানিয়েছেন ১৮ বছর বয়সী ব্রনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।

চুকুমেরিজে আরও বলেন, ‘তার দেখভাল অব্যাহত থাকবে, আমরা তার অগ্রগতির জন্য আশাবাদী এবং তার পরিবার ও চারপাশের সকলের সমর্থন তাকে উৎসাহ যোগাবে।’

লেব্রন জেমস বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, ‘আমি অগণিত মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার পরিবারের জন্য ভালবাসা এবং প্রার্থনা পাঠিয়েছেন। আমি কৃতজ্ঞ। সবাই ভালো কাজ করেছে। আমাদের পরিবার এখন একসঙ্গে নিরাপদ এবং স্বাস্থ্যকর আছে। আমরা আপনাদের ভালবাসা অনুভব করি।’


0 মন্তব্য

মন্তব্য করুন