চলতি মাসে রাশিয়ার রাজধানীতে এটি ইউক্রেইনের চতুর্থ ও চলতি সপ্তাহে তৃতীয় হামলা।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় সবশেষ ঘটনাটিকে কিয়েভের 'সন্ত্রাসী হামলার চেষ্টা' বলে আখ্যা দিয়েছে। জানিয়েছে, তিনটি ড্রোনেরই লক্ষ্যবস্তু ছিল রাজধানী। এর মধ্যে একটি ভূপাতিত করেছে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। দুটিকে জ্যাম করা হয়েছে। সেগুলো মস্কো সিটির বিজনেস ডিস্ট্রিক্টে বিধ্বস্ত হয়েছে।
বিধ্বস্তের ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কো সিটির মেয়র সের্গেই সোবায়ানিন বলেন, 'এই হামলায় ক্ষয়ক্ষতি খুব বড় নয়। দুট ভবনের বাইরের দিকে কিছুটা ক্ষতি হয়েছে। এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ট্যাস।
সংস্থাটির প্রতিবেদন বলছে, সিটির দক্ষিণ উপকণ্ঠে ভনুকোভো বিমানবন্দর প্রায় এক ঘণ্টার জন্য স্থবির হয়ে পড়ে। কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করেনি, বিমানবন্দরের বাইরের যান চলাচল বন্ধ ছিল।
সরাসরি হামলার দায় স্বীকার না করলেও ইউক্রেনিয়ান এয়াফোর্সের মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন, রাশিয়ার জনগণ ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পরিণতি দেখছে।
তিনি রোববার সাংবাদিকদের বলেন, ‘যে সমস্ত লোক মনে করে যে যুদ্ধ তাদের উদ্বিগ্ন করে না, এটি ইতোমধ্যেই তাদের আতঙ্কিত করেছে।’
ইহনাত বলেন, ‘রাশিয়ার মধ্যে এখন আর কোনো শান্তির আলোচনা নেই। তারা যা চেয়েছিল, এখন তা-ই পাচ্ছে।’
এর আগে মস্কো জানিয়েছে, শনিবার রাতে ১৬টি ইউক্রেইয়ান ড্রোন ক্রিমিয়ায় ভূপাতিত করা হয়েছে, আটটিকে ইলেক্ট্রনিং জ্যামিংয়ের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেইনের এয়ার ফোর্স দাবি করেছে, খেরসন ও দিনিপ্রোেপেত্রোভেস্কে চারটি রাশিয়ান ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর নর্থইস্ট অঞ্চলের সুমি শহরে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় দুই জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
এই হামলায় একটি ভোকেশনাল কলেজ ভবনসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।