তারেক-জুবাইদার কারাদণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১৩:০০

ঢাকার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ। ছবি: ইউএনবি

ঢাকার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ। ছবি: ইউএনবি

  • 0

দুর্নীতির মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের রায়ের প্রতিবাদে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিএনপির শত শত নেতা-কর্মী।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে বুধবার দুপুর ১টা থেকে বিএনপি নেতা-কর্মীরা এলাকায় জড়ো হতে শুরু করে।

আদালতের রায় ঘোষণার পর বিকেল ৪টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল ক্রসিংয়ের দিকে মিছিল বের করেন বিএনপির কর্মী-সমর্থকরা।

তারা ‘শেখ হাসিনার রায়’ মানি না বলে স্লোগান দেন।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় তারেককে ৯ বছরের কারাদণ্ড এবং জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক ও জুবাইদার বিরুদ্ধে এ রায় দেন।

একই সঙ্গে তারেককে তিন কোটি টাকা ও জোবাইদাকে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বিএনপিপন্থি একদল আইনজীবীও সকাল থেকে ঢাকা কোর্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।


0 মন্তব্য

মন্তব্য করুন