ন্যাশনাল পার্ক সার্ভিস অলিম্পিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে,স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় লেক অ্যাঞ্জেলসে ক্যাম্পিং করার সময় শিশুটিকে কুগার আক্রমণ করে। তারপর শিশুটির মা চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। সেই সঙ্গে ঘটনাস্থলের আশেপাশের সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
অলিম্পিক ন্যাশনাল পার্ক ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট টম কে এক বিবৃতিতে বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা লেক অ্যাঞ্জেলস ও আশেপাশের বেশ কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে, লেক অ্যাঞ্জেলস ট্রেইল, হিদার পার্ক ট্রেইল, সুইচব্যাক ট্রেইল ও ক্লাহনে রিজ ট্রেইল জুড়ে সবটুকু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।