শিকাগো পুলিশ জানিয়েছে, নর্থ লন্ডেলের কাছে রোববার দপুর ১টার দিকে গুলির ঘটনা ঘটেছে। এতে ২১ বছর বয়সী এক তরুণী প্রাণ হারিয়েছেন এবং আটজন নারী আহত হয়েছেন। আহতদের বয়স ২০ থেকে ৩৩ এর মধ্যে।
পুলিশ জানিয়েছে, একটি জিপ থেকে নারীদের গ্রুপটিতে এলোপাতারি গুলি চালানো হয়। এতে একজন মারা গেছেন ও আটজন আহত হয়েছেন। আহতদের অনেকে একাধিক গুলিবিদ্ধ হয়ে হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোন সন্দেহভাজনকে আটক করা যায়নি।
গোয়েন্দারা ঘটনার তদন্ত করছে।
এদিকে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ক্যাম্পাসে গুলিতে দুইজন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লোরিডার গেইনসভিলে রোববার সকালে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ক্যাম্পাসের এক বাণিজ্যিক করিডোরের একাধিক ব্লকে গুলি চালানো হয়। এতে দুইজন প্রাণ হারায়।
তবে আহতের সংখ্যা প্রকাশ করেনি পুলিশ।
এ ঘটনার আর কোন তথ্য পাওয়া যায়নি।