অনুমতি পেয়েও শুটিং করছেন না ভায়োলা ডেভিস

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ১৮:২৫

অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস। ছবি: সংগৃহীত

  • 0

অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস হলিউড ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তার আসন্ন প্রজেক্ট ‘জি-টুয়েন্টি’-এর শ্যুটিং স্থগিত করেছেন।

লস অ্যাঞ্জেলেস টাইমস ও অন্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ধর্মঘটের মূল বিষয়ের সঙ্গে ডেভিসের প্রজেক্ট মিল না থাকায় এসএজি-এএফটিআরএ শুটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। তবে, ডেভিস জি-টুয়েন্টির কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘এই চলচ্চিত্র প্রজেক্টটি আমার খুবই পছন্দের। তারপরও আমি মনে করি না যে ধর্মঘটের এই কঠিন সময়ে প্রজেক্টটি এগিয়ে নেয়া উচিত হবে।’

এরই মধ্যে লেখক ও অভিনেতাদের ধর্মঘটে থমকে গেছে হলিউড। বেশ কিছু প্রযোজনা সংস্থাকে শুটিং চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ধর্মঘটরত বিক্ষোভকারীরা। বিশেষ করে যে সব প্রজেক্ট কিংবা চলচ্চিত্রের প্রযোজনা হলিউডের প্রধান স্টুডিও গুলোর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয় তাদের কাজ চালিয়ে যেতে অনুরোধ জানিয়েছে হলিউড কলাকুশলীরা।

এসএজি-এএফটিআরএ এ থেকে ছাড় পাওয়া কয়েক ডজন স্বাধীন প্রজেক্টগুলোর মধ্যে ‘জি-টুয়েন্টি’ অন্যতম।

প্রজেক্টটিতে যৌথ প্রযোজনা সংস্থা হিসেবে রয়েছে ডেভিসের জুভি প্রোডাকশনস। একই সঙ্গে প্রজেক্টটির একটি মূল চরিত্রে তিনি অভিনয় করছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন