দলে থাকবেন তামিম, তবে থাকবেন না অধিনায়ক

টিবিএন ডেস্ক

আগস্ট ৩ ২০২৩, ১৬:১৫

তামিম ইকবাল। সংগৃহীত ছবি

তামিম ইকবাল। সংগৃহীত ছবি

  • 0

বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরলেও নেতৃত্বে ফিরছেন না ওপেনার তামিম ইকবাল। টাইগারদের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন তামিম। সেখানে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

সভা শেষে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা, কী সমস্যা ছিল, কী হবে সামনে, সবকিছু নিয়ে। আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা উনাদেরকে বলেছি, কারণও জানিয়েছি, আজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি।’

তামিম বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভাল খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তামিমের অনুপস্থিতিতে অধিনায়ক কে হবেন, এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।’

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে অধিনায়কের ব্যাপারের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পাপন।

এশিয়া কাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। লন্ডনে চিকিৎসা শেষে রোববার দেশে ফেরেন তিনি। তামিমের শারীরিক অবস্থা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, কোমরের বর্তমান অবস্থা বিবেচনা করে এশিয়া কাপে থাকছেন না টাইগার ওপেনার। চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলেই এমন সিদ্ধান্ত তার।


0 মন্তব্য

মন্তব্য করুন