রাশিয়ার ইমার্যেন্সি সিচুয়েশন মিনিস্ট্রি (এমারকম) মঙ্গলবার জানায়, বিস্ফোরণে কমপক্ষে ১০৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি একটি পার্শ্ববর্তী জ্বালানী স্টেশনে আগুন এবং আরও শক্তিশালী বিস্ফোরণ ঘটায়।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুসহ কয়েক ডজন আহতকে মাখাচকালার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তদন্তকারীরা ধারণা করছেন ওই শপের অপিরাপদ পরিবেশের কারণেই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে।
টেলিগ্রাম চ্যানেলে বিস্ফোরণের পরপরইধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, জ্বালানি স্টেশনের কাছাকাছি অংশে বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এ সময় কালো ধোঁয়ার আকাশে ঢেকে যেতে দেখা যায়। সংবাদমাধ্যমগুলো জানায়, আগুন জ্বালানি স্টেশন থেকে আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে।
এমারকম জানায়, ৭০টিরও বেশি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। অঞ্চলটির গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রামে বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফার্স্ট ডেপুটি হেড ভিক্টর ফিসেনকো আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিতে দাগেস্তানে গেছেন। এমারকম জানিয়েছে, মারাত্মক আহতদের প্রয়োজনে বিশেষ ফ্লাইটে মস্কোতে আনা হবে।