যেলেনস্কি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে শুক্রবার এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। এছাড়া তিনি টেলিগ্রামে সামরিক বাহিনীতে গণ ছাঁটাই সম্পর্কে একটি লিখিত বিবৃতিও পোস্ট করেছেন।
দেশটির আঞ্চলিক সামরিক কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে জাতীয় পর্যায়ের তদন্ত হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষে ১১২টি ফৌজদারি মামলা দায়ের করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সঙ্গে এক বৈঠক শেষে যেলেনস্কি বলেন, ‘সামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় এমন মানুষ থাকা উচিত যারা জানে যে যুদ্ধ কী ও যুদ্ধের সময় ঘুষ নেয়া ও নিন্দায় জড়ানো কতবড় বিশ্বাসঘাতকতা।’
সম্পূর্ণ সিস্টেমের ওপর তদন্তের বিস্তারিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে তিনি বলেন, ‘যে সেনারা সামনে থেকে যুদ্ধ করেছে কিংবা নিজেদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে আর সম্মুখ যুদ্ধে অংশ নিতে পারছে না কিন্তু দেশের মর্যাদায় এতোটুকুও আঁচ লাগতে দেয়নি তাদের এই পদে থাকা উচিত।’
যেলেনস্কি জানান, সেনাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া সম্পন্ন করবেন কমান্ডার-ইন- চিফ জেনারেল ভ্যালেরি জালুজনি।
তিনি আশ্বস্ত করে বলেন, পরবর্তী আঞ্চলিক প্রধান নিয়োগের আগে ইউক্রেইনের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস প্রার্থীদের নিয়ে পূর্ণ তদন্ত করবে।