স্পেসএক্সে ডাক পাওয়া কে এই বিস্ময়বালক কাইরান কাজী

টিবিএন ডেস্ক

জুন ১২ ২০২৩, ১৭:২৯

স্পেসএক্সে চাকরি পেয়েছে ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী। ছবি: সংগৃহীত

স্পেসএক্সে চাকরি পেয়েছে ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী। ছবি: সংগৃহীত

  • 0

সর্বকনিষ্ঠ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইলন মাস্কের স্পেসএক্সে চাকরি পেয়েছে ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত অ্যামেরিকান কাইরান কাজী। বিলিয়নিয়র মাস্কের প্রতিষ্ঠানে ৩১ জুলাই শুরু হবে কাজীর কর্মজীবন।

অ্যামেরিকার সংবাদমাধ্যম লস এঞ্জেলেস টাইমস স্পেসএক্সের অত্যাধুনিক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান স্টারলিংকে কাইরান কাজীর নিয়োগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছে।

স্টারলিংকে ডাক পেয়ে উচ্ছ্বসিত কাজী। প্রতিষ্ঠানটিকে ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করেছে সে।

বিস্ময়বালক কাইরান কাজীর মা জুলিয়া কাজী ও বাবা মুস্তাহিদ কাজী দুজনেই বাংলাদেশি। বয়স দুই বছর পূর্ণ না হতেই পরিপূর্ণ বাক্যে কথা বলে সবাইকে চমকে দেয় সে। তখন থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কাজী আর দশটি শিশুর মতো নয়।

স্যাটেলাইট ও মহাকাশযানের সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান স্টারলিংকে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়ার আগে চলতি জুন মাসে স্যান্টা ক্লারা ইউনিভার্সিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে কাজী স্নাতকোত্তর শেষ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট হিসেবে সে স্নাতকোত্তর শেষ করছে।

কাজী ক্যালিফে তার নিজ বাড়ি থেকে এক সাক্ষাৎকারে বলেছে, ‘আমি মনে করি, আমার কলেজের বছরগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। আমি স্বাধীনভাবে জীবন পরিচালনা করেছি।’

কাজীকে নিয়োগ দিয়ে একটি ঘোষণায় স্পেসএক্স বলেছে, ‘স্পেসএক্স বিশ্বের সেরা, উজ্জ্বল ও বুদ্ধিমান ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেয়। এমনকি তার বয়স ১৪ বছর হলেও। কাইরান কাজী স্পেসএক্সের স্টারলিংকে ৩১ জুলাই কাজ শুরু করবে। কাইরানকে অভিনন্দন ও স্পেসএক্স টিমে স্বাগতম।’

এরপরই বিশ্বব্যাপী নজর কাড়ে বিস্ময় শিশু কাজী।

মজার বিষয় হলো কোম্পানিটির ‘প্রযুক্তিগত চ্যালেঞ্জ’ ও ‘মজাদার’ ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর স্পেসএক্সের চাকরিটি বাগিয়ে নেয় ১৪ বছর বয়সী শিশু কাজী। তার ব্যতিক্রমী ক্ষমতা, কারিগরি দক্ষতা, কৌতূহল ও উদ্দীপনা স্পেসএক্সের ইন্টারভিউয়ে তাকে অনন্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কাজী ৯ বছর বয়সে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় উন্নত বুদ্ধিমত্তার জন্য স্কুলের প্রচলিত পাঠদানকে ‘চ্যলেঞ্জ’ জানায়। এরই কয়েক মাস পরে সে ইন্টেল ল্যাবসে এআই রিসার্চ কো-অপ ফেলো হিসেবে ইন্টার্নশিপ পায়।

কাজী মাত্র ১১ বছর বয়সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু করে।

সাইবার ইন্টেলিজেন্স ফার্ম ব্ল্যাকবার্ড ডট এআই তাকে ২০২২ সালে মেশিন লার্নিং ইন্টার্ন হিসেবে চার মাসের জন্য নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটিতে কাজী সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানিপুলেশনের উদাহরণ শনাক্ত করার জন্য প্রজেক্টে অবদান রেখেছে।

বিস্ময়বালক কাজীর বায়োগ্রাফি:

কর্মজীবন: সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্পেসএক্স (২০২৩)

ক্যারিয়ার: রিসার্চ কোলাবরেটর, ইন্টেল ল্যাবস অ্যান্টিসিপেটরি কম্পিউটিং ল্যাব (২০১৯)

অ্যাওয়ার্ড, সম্মাননা, অর্জন: ডেভিডসন ইন্সটিটিউট ইয়াং স্কলার (আইকিউ টেস্টে ৯৯.৯ শতাংশ স্কোর), জনস হপকিংস সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ (এসএটি স্কোর ৭০০ অথবা ১৩ বছরের কম বয়সী)

জন্ম: জানুয়ারি ২৭, ২০০৯

জন্মস্থান: স্যান ফ্রান্সিসকো বে এরিয়া, অ্যামেরিকা

জাতীয়তা: অ্যামেরিকান

স্কুল: হেলিওস ইন সানিভেল, ইয়াংওঙ্কস কোডিং অ্যাকাডেমি (৭ বছর বয়সে)

কলেজ: লাস পোসিতাস কলেজ (৯ বছর বয়সে), স্যান্টা ক্লারা ইউনিভার্সিটি

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

শখ: মার্শাল আর্টস, টেনিস, কোডিং, ভিডিও গেমস, ট্রাভেলিং

বাবা: মুস্তাহিদ কাজী (কেমিক্যাল ইঞ্জিনিয়ার)

মা: জুলিয়া কাজী

ভাই-বোন: মা-বাবার একমাত্র সন্তান

পছন্দের পানীয়: কোক, কফি

পছন্দের ডেজার্ট: ম্যাক্স অ্যান্ড মিনাস আইস্ক্রিম

প্রিয় বই: জর্জ ওরওয়েলের ‘১৯৮৪’, নেইল ডিগ্র্যাসি টাইসনের ‘অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন হারি’, দ্য গেম অফ থোর্নস সিরিজ

প্রিয় টিভি চ্যানেল: হাফপোস্ট, এনপিআর ও এমএসএনবিসি

প্রিয় টিভি প্রেজেন্টার: র‍্যাচেল ম্যাডডোও

প্রিয় রাজনৈতিক নেতা: কামালা হ্যারিস


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...