বিশ্বকাপের খসড়া সূচি তৈরি করেছে বিসিসিআই

টিবিএন ডেস্ক

জুন ১২ ২০২৩, ১১:২৩

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ- ২০২৩ এর অফিশিয়াল লোগো।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ- ২০২৩ এর অফিশিয়াল লোগো।

  • 0

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে একটি খসড়া সূচি তৈরি করেছে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এরইমধ্যে খসড়া সূচিটি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের প্রথম দিকে চূড়ান্ত হতে পারে সূচিটি।

খসড়া সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট টিম ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে দিয়ে শুরু হবে টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ। ৮ অক্টোবর চেন্নাইয়ে খেলবে ভারত-অস্ট্রেলিয়া। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ লাখের বেশি আসনবিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর কোলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। খসড়া সূচিতে দুই সেমিফাইনালের ভেন্যু জানানো হয়নি। ১৯ ডিসেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

গত আসরের মতো এবারও বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। সুপার লিগ দিয়ে বিশ্বকাপের সরাসরি খেলা নিশ্চিত করেছে ৮টি দল: বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্বের সেরা দুটি দল টিকিট পাবে বিশ্বকাপ খেলার।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...