ইন্সটা পোস্টে হ্যাশট্যাগসহ ফক্স লিখেছিলেন ‘তারা যিশুকে হত্যা করেছে… আপনার কি মনে হয় তারা আপনার সঙ্গে কী করবে???! #ফেকফ্রেন্ডস #ফেকলাভ।’
তবে ৫৫ বছর বয়সী ফক্স পোস্টটি পরে ডিলিট করে দেন। ফিরতি আরেকটি পোস্টে শনিবার তিনি বলেন, ‘আমি ইহুদি সম্প্রদায় এবং আমার পোস্টের মাধ্যমে যারা ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেকের কাছে ক্ষমা চাই… আমি জানি এমন শব্দ ব্যবহার করে আমি অপরাধ করেছি, এজন্য আমি দুঃখিত। এটা আমার উদ্দেশ্য ছিল না।’
রেয় স্টারের দাবি, তিনি একজন বন্ধুর কাছ থেকে বিশ্বাসঘাতকতার স্বীকার হয়েছেন। পোস্টে ‘তারা’ বলতে তিনি সেই বন্ধুকেই বুঝিয়েছেন।
ডিলিট করার আগে ফক্সের পোস্টে লাইক দেয়ার কারণে জেনিফার অ্যানিস্টনও সমালোচনার সম্মুখীন হন।
দ্য ফ্রেন্ডস অভিনেতা এরপর ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে জানান, তিনি কোনো ধরনের ইহুদি-বিরোধিতাকে সমর্থন করেন না।
কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলছেন, ফক্সের ওই পোস্ট ইহুদি-বিরোধী বিশ্বাস ‘যিশু খ্রিষ্টের মৃত্যুর জন্য ইহুদিরা সম্মিলিতভাবে দায়ী’-কে প্রতিফলিত করেছে।
রোমান ক্যাথলিক চার্চ আনুষ্ঠানিকভাবে ১৯৬৫ সালে এ ধারণাটি প্রত্যাখ্যান করে।