ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টাকো বেলের বিরুদ্ধে মামলা

টিবিএন ডেস্ক

আগস্ট ১ ২০২৩, ১৯:৪০

টাকো বেলের টাকোর ছবি অনলাইনে দিয়েছেন এক গ্রাহক। ছবি: সংগৃহীত

টাকো বেলের টাকোর ছবি অনলাইনে দিয়েছেন এক গ্রাহক। ছবি: সংগৃহীত

  • 0

ফাস্ট ফুড চেইন টাকো বেলের ৫.৪৯ ডলারের মেক্সিকান পিৎজার ছবি গত সেপ্টেম্বরে অনলাইনে পোস্ট করেন নিউ ইয়র্কের বাসিন্দা ফ্রাঙ্ক সিরাগুসা। সেখানে দেখা যায় বিজ্ঞাপনের ছবির সঙ্গে মিল নেই অর্ডার দেয়া খাবারের পরিমাণের। এ থেকেই ক্ষুব্ধ হয়ে মামলা করার সিদ্ধান্ত নেন তিনি।

ব্রুকলিনের একটি ফেডারেল কোর্টে সোমবার সিরাগুসা টাকো বেল ফুড চেইনের বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের অভিযোগ এনেছেন। তার মতে অনলাইন এবং দোকানের মধ্যে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো সেটির থেকে তিনি যে মেক্সিকান পিৎজা কিনেছিলেন তাতে মটরশুটি ও গরুর মাংসের পরিমাণ অর্ধেক ছিল।

টাকো বেলের অন্য জনপ্রিয় আইটেম যেমন ক্রাঞ্চর‍্যাপ সুপ্রিম, গ্রান্ডে ক্রাঞ্চরাপ ও ভেজি মেক্সিকান পিৎজার আসল পরিবেশন থেকে ‘কমপক্ষে দ্বিগুণ পরিমাণ’ উপাদান বাড়িয়ে বিজ্ঞাপনে দেখিয়েছে বলে মামলায় দাবি করা হয়।

সিরাগুসা মামলায় বিজ্ঞাপনী পণ্যের ছবি সংযুক্ত করে দিয়েছেন। এর পাশাপাশি গ্রাহকরা ছবির থেকে অনেক কম খাবার পেয়েছেন বলে অভিযোগ করেন।

মামলায় দাবি করা হয় টাকো বেলের এ ব্যবহার খাবারের বাড়তে থাকা দামের সময়ে উদ্বেগজনক এবং ‘অন্যায্য ও প্রতারণামূলক।’

সিরাগুসার আইনজীবীরা মামলায় বলেন। ‘মাংসের দাম খুব বেশি এবং অনেক ভোক্তা, বিশেষত নিম্ন আয়ের ভোক্তারা আর্থিকভাবে এর সঙ্গে লড়াই করছেন।’

ভুয়া বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে টাকো বেলের মেনু আইটেমগুলি কিনেছে এমন গ্রাহকদের জন্য ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন সিরাগুসা।

সিএনএন জানিয়েছে মামলার বিষয়ে টাকো বেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মন্তব্যের জন্য সিরাগুসার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


0 মন্তব্য

মন্তব্য করুন