বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসমাবেশ থেকে শুক্রবার নতুন কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ আয়োজিত হয়।
আওয়ামী লীগ সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘যদি নিজেদের ভালো চান, এখনো সময় আছে। আমাদের এক দফা দাবি, সেটা মেনে নিন আর পদত্যাগ করুন। কারণ, সমগ্র বাংলাদেশ আজ জেগে উঠেছে। যদি পদত্যাগ না করেন, এ দেশের মানুষ আপনাদের পতন করেই ছাড়বে।’
এক দফা দাবি আদায়ে চাপ সৃষ্টি করতে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ফখরুলের এই কর্মসূচির জবাব আসে এক কিলোমিটার দূরত্বের মধ্যে আয়োজিত আওয়ামী লীগের ৩ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের 'শান্তি সমাবেশ' থেকে।
সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি বলেছেন, বিএনপির যদি রাস্তা বন্ধ করে, তাহলে তাদের চলার রাস্তাও বন্ধ করে দেয়া হবে।
ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার বিকেলে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘এখন নাকি আপনারা রাস্তা বন্ধ করবেন, ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেবেন?
'যারা ঢাকার রাস্তা বন্ধ করতে আসবে তাদের চলার পথ বন্ধ করে দেব। দেশি-বিদেশি কেউ চোখ রাঙাবেন না। আমাদের শেকড় এ মাটির গভীরে। আমরা কাউকে পরোয়া করি না। আগুন নিয়ে আসবেন হাত পুড়িয়ে দেব, ভাঙচুর করতে আসবেন হাত পুড়িয়ে দেব।’