ভয় দেখিয়ে হাজার মুরগির প্রাণ হরণের দায়ে ৬ মাসের জেল
টিবিএন ডেস্ক
এপ্রিল ১০ ২০২৩, ১৮:২১
0
চীনের হুনান প্রদেশে হংইয়াং কাউন্টিতে পাশাপাশি বাড়ি জোং ও গু-এর। তাদের মধ্যে গত বছর থেকে চলছে রেষারেষি।
সে বছরের এপ্রিলে গু-এর বাড়ির কিছু গাছ তার অগোচরে কেটে ফেলে দেন জোং। সেগুলো আবার সরিয়ে ফেলেন জোং-এর স্ত্রী। বিষয়টি টেরে পেয়ে বেশ ক্ষুব্ধ হোন গু। প্রতিশোধ নেয়ার পরিকল্পনাও করেন।
পরিকল্পনা অনুযায়ী সুযোগ বুঝে জোং-এর বাড়ির খামারে ঢুকে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মুরগিদের ভয় দেখান তিনি। আতঙ্কে হুড়মুড়িয়ে আড়াল খুঁজতে গিয়ে নিজেদের মধ্যে আঘাতে ৫০০ মুরগি মারা যায়।
এ ঘটনায় গু-এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন জোং। পুলিশ তাকে ধরে নিয়ে ৩ হাজার ইউয়ান বা ৪৩৬ ডলার জরিমানা করে।
তাতে আরও ক্ষুব্ধ হোন গু। আবারও জোং-এর খামারে ঢুকে মুরগিদের দিকে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাক করেন। এবারও আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে মারা যায় ৬৪০টি মুরগি।
এই ঘটনা এবার গড়ায় আদালত পর্যন্ত। জোং মামলায় অভিযোগ করেন, গু-এর কারণে তার ১৩ হাজার ৮৪০ ইউয়ান বা প্রায় ২ হাজার ১৫ ডলারের ক্ষতি হয়েছে।
হংইয়াং কাউন্টি আদালত গেল মঙ্গলবার এই মামলার রায় দেয়। উদ্দেশ্যমূলকভাবে জোং-এর সম্পত্তির ক্ষতি করার অপরাধে গু কে ৬ মাসের কারাদণ্ড দেন বিচারক। কারাদণ্ড শেষে তাকে ১ বছর নজরদারিতেও থাকতে হবে।