দক্ষিণ ইযরায়েলের ইজিপ্ট সীমান্তে অস্ত্রধারীর গুলিতে দুই ইযরায়েলি সেনা নিহত হয়েছেন। ইযরায়েলি সেনাবাহিনী শনিবার ইযরায়েল-ইজিপ্ট নিতজানা সীমান্তে গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে। সেনাদের পাল্টা গুলিতে অস্ত্রধারী নিহত হয়েছেন।
ইযরায়েলি আর্মি বলছে, ইজিপ্ট সীমান্তে এমন মারাত্মক সহিংসতার ঘটনা বিরল।
তাদের দাবি, ইযরায়েল ভূখণ্ডে দাঁড়িয়ে একজন অস্ত্রধারী ইযরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। সেনারা পাল্টা গুলি চালিয়ে অস্ত্রধারীকে পরাস্ত করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিতে নিহত দুই সেনার একজন নারী। তবে তারা হামলাকারী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
অপরাধীরা কখনও কখনও ইযরায়েল সীমান্ত পেরিয়ে মাদক পাচার করে। আবার ইজিপ্টের উত্তর সিনাই অঞ্চলের ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলোও সক্রিয়।
ইযরায়েল ও ইজিপ্টের ১৯৭৯ সালের সই করা শান্তি চুক্তির পর তাদের ভাগ করা সীমান্তে সহিংসতা ও গোলাগুলির ঘটনা খুবই বিরল।