আইপিএলে খেলতে কেকেআরে যোগ দিয়েছেন লিটন

টিবিএন

এপ্রিল ৯ ২০২৩, ২৩:২২

আইপিএল খেলতে যাচ্ছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ছবি: সংগৃহীত

আইপিএল খেলতে যাচ্ছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ছবি: সংগৃহীত

  • 0

ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

তিনি রোববার কোলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন বলে জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস

সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেইজে লিটন দাসের দলে যুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছে কেকেআর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া অনাপত্তিপত্র (এনওসি) অনুযায়ী, রোববার থেকে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন লিটন।

ইডেন গার্ডেন্সে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে কেকেআরের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের যুক্তরাজ্য সফরের জন্য পয়লা মে তাকে দেশে ফিরতে হবে।

ক্যারিয়ারে এখন সেরা সময় পার করছেন লিটন। বিশ্ব ক্রিকেটে গত তিন বছর ধরে রানের দিক দিয়ে শীর্ষ তিনের মধ্যেই আছেন তিনি। তবে কেকেআর ব্যাটিং লাইনআপে সুযোগ পাওয়া তার জন্য বেশ কঠিন হবে।

১টি হাফ-সেঞ্চুরিসহ কেকেআরের হয়ে প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছেন আফগানিস্তানের ব্যাটার রহমান উল্লাহ গুরবাজ। একইসঙ্গে সাকিব আল হাসানের জায়গায় দলে সুযোগ হয়েছে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের। খুব শিগগিরি দলে যোগ দেবেন তিনি। তাই একাদশে সুযোগ পেতে কঠিন লড়াই করতে হবে লিটনকে।

পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

এরইমধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি ফিজ।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...