নিউ ইয়র্কে সোমবার সকালে ইরি লেকের কাছে লকপোর্ট গুহায় ভূগর্ভস্থ ভ্রমণে একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান।
লকপোর্ট ফায়ার ডিপার্টমেন্টের চীফ লুকা কোয়াগ্লিয়ানো সংবাদ সম্মেলনে বলেন, ছোট নৌকাটিতে ২৯ জন প্রাপ্তবয়স্ক লোক ছিলেন যাদের মধ্যে ২৮ জন নায়াগ্রা কাউন্টির হসপিটালিটি কর্মী ছিলেন। নৌকাটি ৪০ জন মানুষ সামলাতে পারলেও এক পর্যায়ে নৌকাটি ভারসাম্যহীন হয়ে সবাইকে নিয়ে পানিতে ডুবে যায়।
কোয়াগ্লিয়ানো বলেছেন, ডুবে যাওয়া নৌকার নিচে আটকে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। ফায়ার ও ইএমএস কর্মীরা ১৬ জনকে উদ্ধার করেছে। বাকিরা নিজ থেকে নিরাপদ স্থানে যেতে সক্ষম হয়েছে।
পানি প্রায় ৬ ফুটের কাছাকাছি গভীর ছিল। সামান্য আহত হওয়া ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসময় নৌকায় কেউ লাইফ জ্যাকেট পরা ছিলেন না।
নৌকাটি ডুবে যাওয়ার কারণ নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
কোয়াগ্লিয়ানো বলেন, মৃত ব্যক্তিকে সনাক্ত করা যায়নি। তার বয়স ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে তার স্ত্রীও আছেন।