অ্যামাজন রক্ষায় আট দেশের চুক্তি কতটা সফল হবে

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১২:৩৭

অ্যামাজন রক্ষায় আট দেশের চুক্তি কতটা সফল হবে
  • 0

বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে বৈচিত্র্যময় গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট অ্যামাজন রক্ষায় ঐক্যবদ্ধ হতে সাউথ অ্যামেরিকার আটটি দেশের প্রতিনিধিরা নর্থ ব্রাজিলের শহর বেলেমে জড়ো হয়েছেন।

সম্মেলনের আয়োজক ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এ বছরের শেষের দিকে দুবাইয়ে অনুষ্ঠেয় জাতিসংঘের কনফারেন্স অব দ্য পার্টিজ (সিওপি) ২৮সহ বৈশ্বিক জলবায়ু আলোচনায় আঞ্চলিক ব্লককে বলিষ্ঠ নেতৃত্ব দেয়ার জন্য অ্যামাজন সহযোগিতা চুক্তি সংস্থার (এসিটিও) সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

লুলা দা সিলভা দুই দিনের অনুষ্ঠানে অন্যান্য বিশ্ব নেতাদের স্বাগত জানিয়ে বলেন, ‘বন আমাদের ঐক্যবদ্ধ করে। আমাদের মহাদেশের হৃদয়ের দিকে তাকানোর এবং আমাদের অ্যামাজন পরিচয়কে সর্বদা ধরে রাখার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যুগের চ্যালেঞ্জ এবং তা থেকে উদ্ভূত সুযোগগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। এটি কখনই এত জরুরি ছিল না।’

তিনি এই সমাবেশকে ‘ল্যান্ডমার্ক মিটিং’ হিসেবে প্রশংসা করেন যাকে ‘অ্যামাজন এবং সবুজ রূপান্তর রক্ষার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট’ হিসেবে চিহ্নিত হচ্ছে।

শীর্ষ সম্মেলনের প্রথম দিন শেষে মঙ্গলবার তিনি এবং লাতিন অ্যামেরিকার আরও সাত জন নেতা একটি ঘোষণা করেন, যা বেলেম ঘোষণা হিসেবে পরিচিতি পিয়েছে। তারা বন উজাড়ের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যামাজন জোট গঠন করছেন। এই জোট অ্যামাজনকে ধংসের জায়গায় পৌঁছাতে বাধা দেবে।

বেলেম ঘোষণাপত্রে কারা সই করেছেন

বেলেম ঘোষণাপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে অ্যামাজন রেইনফরেস্টের সীমান্তবর্তী আটটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এরা হচ্ছে, ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ইকুয়েডর।

ফ্রান্সের একটি অঞ্চল ফরাসি গায়ানাকে যৌথ ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয়নি।

শীর্ষ সম্মেলনের সমস্ত দেশ প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করেছে, যার জন্য স্বাক্ষরকারীদের গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করতে হবে।

এর আগে সাউথ অ্যামেরিকার দেশে দেশে সহযোগিতা ঐতিহাসিকভাবে কম ছিল, কম বিশ্বাস, মতাদর্শগত পার্থক্য এবং সরকারের উপস্থিতির অভাবের কারণে এ ধরনের চুক্তি কাঠামো দুর্বল হয়েছিল।

অ্যামাজন রক্ষার ঘোষণার অংশ হিসেবে অ্যামাজন দেশগুলো রেইনফরেস্ট ধ্বংসের জন্য দায়ী অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য আর্থিক সহায়তার পাশাপাশি জনশক্তি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

অ্যামাজনের হৃদয়

বেলেম ঘোষণাপত্রে অ্যামাজন রেইনফরেস্ট রয়েছে সাউথ অ্যামেরিকার এমন আটটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ভারতের আয়তনের দ্বিগুণ বা বৃটেইনের আকারের ২৮ গুণ এলাকা জুড়ে বিস্তৃত।

আনুমানিক ৬.৭ মিলিয়ন বর্গকিলোমিটার আয়তনের অ্যামাজন পৃথিবীর জীববৈচিত্র্যের আনুমানিক ১০ শতাংশের আধার। এর উপর নির্ভর করে ৫০ মিলিয়ন মানুষ এবং শত শত বিলিয়ন গাছ রয়েছে অ্যামাজনে।

বিস্তীর্ণ অ্যামাজন জঙ্গলকে বিশ্বের কার্বন শোধনাগার হিসাবে বিবেচনা করা হয়, যা বৈশ্বিক উষ্ণতা হ্রাস করে।

আমাজনের আনুমানিক ৬০ শতাংশ ব্রাজিলে অবস্থিত। এ কারণে লুলা দা সিলভা এবং তার ২১৬ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশটি বন রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে লুলা দা সিলভার প্রশাসন ইতোমধ্যে ব্রাজিলের অ্যামাজনে বন উজাড় প্রায় ৪২ শতাংশ কমিয়েছে বলে জানা গেছে।

অ্যামাজন বনাঞ্চলের প্রায় ১৩ শতাংশ পেরুতে এবং অন্য ১০ শতাংশ কলম্বিয়ায় রয়েছে, বাকি পাঁচটি দেশ মিলে একটি অঞ্চল ভাগাভাগি করেছে।

বন উজাড় বন্ধের সুযোগ বাস্তবে নেই

পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন রক্ষায় অভিন্ন বৈশ্বিক দায়বদ্ধতার বিষয়ে সাধারণ ঐকমত্য ছাড়াও, কিছু পরিবেশবিদ এবং রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন, বেলেম ঘোষণাটি বন উজাড়ের ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ করার সুযোগ হারিয়েছে।

বন রক্ষার প্রতিশ্রুতিগুলো আগেও অসম ছিল এবং এবারের শীর্ষ সম্মেলনে তা অব্যাহত রয়েছে বলে মনে হয়েছে।

যেমন, ঘোষণায় ২০৩০ সালের মধ্যে বন উজাড় শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়নি।

ব্রাজিল এবং কলম্বিয়া ইতোমধ্যে এই প্রতিশ্রুতি দিয়েছে, তবে অন্য অ্যামাজন দেশগুলো তা করেনি।

লুলা বলেন, তিনি আশা করছেন, নভেম্বরে অনুষ্ঠেয় সিওপি-২৮ জলবায়ু সম্মেলনে এই চুক্তিটি দেশগুলোর ভাবমূর্তিতে ভূমিকা রাখবে।

অ্যামাজনে বন উজাড় প্রধানত গবাদি পশুপালনের কারণে হয়ে থাকে এ ছাড়া মাদক, অস্ত্র, কাঠ এবং স্বর্ণের অবৈধ পাচারও হচ্ছে।

বিশ্বের শীর্ষ গরুর মাংস এবং সয়া রফতানিকারক দেশ ব্রাজিলে এই ধ্বংসযজ্ঞ ইতোমধ্যে রেইনফরেস্টের প্রায় এক-পঞ্চমাংশ নিশ্চিহ্ন করে দিয়েছে।

কিছু বিজ্ঞানী সতর্ক করেছেন, যখন বনের ২০ থেকে ২৫ শতাংশ ধ্বংস হয়ে যাবে, বৃষ্টিপাত নাটকীয়ভাবে হ্রাস পাবে তখন অ্যামাজন রেইনফরেস্টের অর্ধেকেরও বেশি অংশ গ্রীষ্মমণ্ডলীয় সাভানায় রূপান্তরিত হবে। মূলত বৃক্ষহীন এবং কেবল ঘাসে পূর্ণ হবে অঞ্চলটি। এতে জীববৈচিত্র্যের প্রচুর ক্ষতি হবে।

চুক্তির অংশ হিসেবে কলম্বিয়ার পরিবেশমন্ত্রী সুসানা মুহাম্মদ ২০২৫ সালের মধ্যে আমাজনের ৮০ শতাংশ সংরক্ষণের লক্ষ্য অন্তর্ভুক্ত করার চূড়ান্ত ঘোষণার আহ্বান জানিয়েছেন।

অ্যামাজনে তেলের সন্ধান

অ্যামাজন দেশগুলোকে বিভক্ত করার আরেকটি মূল বিষয় হচ্ছে খনি থেকে তেল উত্তোলন।

কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অ্যামাজনে তেল অনুসন্ধান বন্ধের আহ্বান জানিয়েছেন। এ আহ্বান ব্রাজিল এবং ভেনেজুয়েলার মতো অঞ্চলের অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে দ্বিধাবিভক্তির ইঙ্গিত দিয়েছে। তিনি বলেন সরকারকে অবশ্যই ‘কার্বনমুক্ত সমৃদ্ধির’ দিকে একটি পথ তৈরি করতে হবে।

পেট্রো বলেন, ‘যে জঙ্গল থেকে তেল উত্তোলন করা হয়, সেখানে কি রাজনৈতিক লাইন বজায় রাখা সম্ভব? মৃত্যু এবং জীবন ধ্বংসের উপর বাজি ধরা?’

আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একজন পরিবেশবাদী নেতা হিসেবে উপস্থাপন করা লুলা এই সিদ্ধান্তকে কারিগরি বিষয় হিসেবে উল্লেখ করে তেলের বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান নেয়া থেকে বিরত রয়েছেন।

এদিকে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত পেট্রোব্রাস কোম্পানি অ্যামাজন নদীর মুখে তেল অনুসন্ধানের চেষ্টা করছে।

অন্যদিকে ইকুয়েডরে চলতি মাসেই দেশটির তেল উৎপাদনের ১২ শতাংশের উৎস ইয়াসুনি ইন্ডিজেনাস রিজার্ভেশনের মধ্যে অবস্থিত কৌশলগত তেল খনি থেকে অপরিশোধিত তেল উত্তোলন বন্ধ করা হবে কিনা তা নিয়ে একটি গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন