লস অ্যাঞ্জেলেসে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে হাজারো কর্মী

টিবিএন ডেস্ক

আগস্ট ৮ ২০২৩, ১৬:৩৮

ধর্মঘটে গেছেন এসইআইইউ লেবার ইউনিয়নের কর্মীরা। ছবি: এপি

ধর্মঘটে গেছেন এসইআইইউ লেবার ইউনিয়নের কর্মীরা। ছবি: এপি

  • 0

অন্যায্য শ্রম পরিবেশ দূর করার দাবিতে মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন লস অ্যাঞ্জেলেস শহরের হাজারো কর্মী। শহরের পরিচ্ছন্নতা কর্মী, লাইফগার্ড এবং ট্রাফিক অফিসারসহ হাজার হাজার কর্মী এ ধর্মঘট ডেকেছেন।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য স্থানে ভোরের আগেই পিকেট লাইন স্থাপন করা হয়। দিনভর আন্দোলন শেষে সিটি হলে একটি সমাবেশের পরিকল্পনা করেছেন ধর্মঘটি শ্রমিক নেতারা।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া পাবলিক সার্ভিস ওয়ারকার্স-সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন (এসইআইইউ) লোকাল সেভেন টু ওয়ান জানিয়েছে, বিমানবন্দরের কাস্টোডিয়ান, হেভি ডিউটি মেকানিক ও প্রকৌশলীসহ ১১ হাজারেরও বেশি এলএ সিটি শ্রমিক ধর্মঘট করছেন।

লেবার ইউনিয়নের দাবি, শহর কর্তৃপক্ষ শ্রমের ন্যায্য মূল্যের দর কষাকষিতে ব্যর্থ হওয়ায় তাদের সদস্যরা ওয়াকআউট করছেন।

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস সোমবার এক বিবৃতিতে বলেন, ‘প্রতিদিন মিলিয়ন মিলিয়ন অ্যাঞ্জেলেনোস ও আমাদের স্থানীয় অর্থনীতির জন্য শহরের কর্মীরা গুরুত্বপূর্ণ। তারা ন্যায্য শ্রম অধিকার চুক্তির যোগ্য।

‘আমরা জানুয়ারি থেকে এসইআইইউ সেভেন টু ওয়ানের এর সঙ্গে দরকষাকষি করছি। আমাদের শহর সবসময়, যেকোনো পরিস্থিতে সমাধান খোঁজার জন্য প্রস্তুত আছে।

বাস জোর দিয়ে বলেন, ‘লস অ্যাঞ্জেলেস শহর অচল হয়ে পড়বে না।’

তবে তার কার্যালয় জানিয়েছে, ধর্মঘটের ফলে পার্কিং এনফোর্সমেন্ট ও ট্র্যাফিক অপারেশনসহ বেশ কিছু পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে।

তারা বলেন, শহরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলতি সপ্তাহের ট্র্যাশ পিকআপটি এক দিনের জন্য স্থগিত করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের (এলএএক্স) কর্মকর্তারা ধর্মঘট চলাকালে যাত্রীদের অতিরিক্ত সময় হাতে রাখার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে হলিউড কর্মীদের চলমান ধর্মঘটের পর লস অ্যাঞ্জেলেস শ্রমিকদের ধর্মঘটের মুখে পড়ল। এর আগে শহরটির হোটেল কর্মীরা পুরো গ্রীষ্মে ধাপে ধাপে কর্মস্থল থেকে ওয়াকআউট করেন। বছরের শুরুতে স্কুল কর্মীরাও ন্যায্য শ্রম পরিবেশের দাবিতে পিকেট লাইন স্থাপন করেন।


0 মন্তব্য

মন্তব্য করুন