মিশিগানে দাবানলে ৩ বর্গমাইলেরও বেশি অঞ্চল ছাই

টিবিএন ডেস্ক

জুন ৪ ২০২৩, ১৮:১৫

মিশিগানের ক্রফোর্ড কাউন্টির গ্রেলিং টাউনশিপে ভয়াবহ দাবানলে প্রায় তিন বর্গমাইল-এরও বেশি অঞ্চল পুড়ে গেছে। ছবি: টুইটার

মিশিগানের ক্রফোর্ড কাউন্টির গ্রেলিং টাউনশিপে ভয়াবহ দাবানলে প্রায় তিন বর্গমাইল-এরও বেশি অঞ্চল পুড়ে গেছে। ছবি: টুইটার

  • 0

মিশিগানের ক্রফোর্ড কাউন্টির গ্রেলিং টাউনশিপে ভয়াবহ দাবানলে শনিবার পর্যন্ত প্রায় তিন বর্গমাইল-এরও বেশি অঞ্চল পুড়ে গেছে।

স্টেইট ন্যাচারাল রিসোর্সেস ডিপার্টমেন্ট জানায়, স্ট্যালি লেকের কাছে বেলা ১টার দিকে আগুন লাগে। এরপর তা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ছড়িয়ে যায়। আগুনে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের বেশিরভাগ সময় আই-সেভেনটিফাইভ হাইওয়ে বন্ধ রাখা হয়।

স্টেইট ন্যাচারাল রিসোর্সেস ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যাথলিন লাভি এক ই-মেইল বার্তায় বলেন, মধ্যরাতের আগে আগুনে প্রায় ৩.৭৫ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। 

ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেড ক্রস বিভার ক্রিক টাউনশিপ হলে একটি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।

ইউএস ফরেস্ট সার্ভিস, ফেডারেল ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট এবং মিশিগান পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের জরুরি কর্মীরা স্থল ক্রু, বিমান, হেলিকপ্টার ও ভারী সরঞ্জাম দিয়ে আগুন মোকাবিলায় ন্যাচারাল রিসোর্সেস ডিপার্টমেন্টের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।

দাবানলের কারণ এখনও জানা যায়নি।


0 মন্তব্য

মন্তব্য করুন