মিযৌরিতে শিশু হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ২৩:০০

আদালতে নিজের আইনজীবীর বক্তব্য শুনছেন জনি জনসন (বায়ে)। ছবি: সংগৃহীত

আদালতে নিজের আইনজীবীর বক্তব্য শুনছেন জনি জনসন (বায়ে)। ছবি: সংগৃহীত

  • 0

মিযৌরিতে শিশু হত্যার দায়ে জনি জনসন নামের মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০২ সালে জন্সটন ৬ বছর বয়সী কেসি উইলিয়ামসনকে অপহরণের পর পিটিয়ে হত্যা করে।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে, মঙ্গলবার বিকেলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইউএস সুপ্রিম কোর্ট এর আগে জনসনের আইনজীবীদের তার মানসিক অসুস্থতার দাবি খারিজ করে দেয়।

সাম্প্রতিক আপিলে ৪৫ বছর বয়সী জনসনের আইনজীবীরা দাবি করেছিলেন মানসিক অসুস্থতার কারণে জনসনের মনে ভ্রান্ত ধারণা রয়েছে যে, শয়তান তার মৃত্যুকে ব্যবহার করে পুরো বিশ্বকে ধ্বংস করতে চায়।

মিযৌরির স্টেট কারাগার বোন টেরেতে বিষাক্ত পেন্টোবারবিটল ইনজেকশনের মাধ্যমে জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্কিতজোফ্রেনিয়ার রোগী জনসন মৃত্যুর আগে হাতে লেখা এক বক্তব্যে হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে।

তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে ডিপার্টমেন্ট অফ কারেকশনস প্রকাশিত ওই বিবৃতিতে লেখা ছিল, ‘ঈশ্বর সহায় হোন। যে সব মানুষ ও পরিবারকে আমি কষ্ট দিয়েছি তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

মিযৌরিতে জনসনসহ মোট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এ বছর। অ্যামেরিকায় ১৬ জনের মৃত্যুদণ্ড এ বছর কার্যকর করা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন