নিউ জার্সির লুটেন্যান্ট গভর্নর শিলা অলিভার মারা গেছেন

টিবিএন ডেস্ক

আগস্ট ১ ২০২৩, ১৮:২৭

নিউ জার্সির লুটেন্যান্ট গভর্নর শিলা অলিভার। ছবি: সংগৃহীত

নিউ জার্সির লুটেন্যান্ট গভর্নর শিলা অলিভার। ছবি: সংগৃহীত

  • 0

নিউ জার্সির লুটেন্যান্ট গভর্নর শিলা অলিভার অজ্ঞাত অসুস্থতাজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার ৭১ বছর বয়সে মারা গেছেন।

অলিভারের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘অবিশ্বাস্য দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে আমরা নিউ জার্সি স্টেইটের লুটেন্যান্ট গভর্নর শিলা অলিভারের মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি শুধু একজন বিশিষ্ট সরকারি কর্মচারীই ছিলেন না, তিনি আমাদের প্রিয় কন্যা, বোন, বন্ধু ও হিরো ছিলেন।’

গভর্নর ফিল মারফি ছুটিতে থাকায় অলিভার ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অলিভারের মৃত্যুর ঘোষণা দেওয়ার সময় মারফি তাকে ‘পথপ্রদর্শক’ হিসাবে স্মরণ করেন।

মারফি এক বিবৃতিতে বলেন, ‘আমার সহকর্মী হিসেবে ২০১৭ সালে যখন তাকে বেছে নিয়েছি তখন লুটেন্যান্ট গভর্নর অলিভার সকল দিক থেকে একজন পথ প্রদর্শক ছিলেন। তিনি এরই মধ্যে জেনারেল এসেম্বলির স্পিকার হিসাবে দায়িত্ব পালনকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে ইতিহাস তৈরি করেছেন এবং দেশের ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোনো স্টেইট আইনসভা হাউসের নেতৃত্ব দিয়েছেন। আমি তখনই জানতাম তার কয়েক দশকের জনসেবার অভিজ্ঞতা তাকে নিউ জার্সি স্টেইটের নেতৃত্ব দেওয়ার জন্য আমার আদর্শ অংশীদার করে তুলেছিল। এটা ছিল আমার নেয়া সেরা সিদ্ধান্ত।’

ডেমোক্র্যাটিক সিনেটের প্রেসিডেন্ট নিকোলাস স্কুটারি সোমবার অলিভারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন।


0 মন্তব্য

মন্তব্য করুন