নাইজারে অভিযানে ‘ফোর্স’ সক্রিয় করছে ইকোওয়াস

টিবিএন ডেস্ক

আগস্ট ১৭ ২০২৩, ১৫:৫২

ইকোওয়াস সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা। ছবি: সংগৃহীত

ইকোওয়াস সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা। ছবি: সংগৃহীত

  • 0

নাইজারে অভিযানের জন্য ‘স্ট্যান্ডবাই’ ফোর্সকে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে দ্য ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট অ্যাফ্রিকান স্টেইটস (ইকোওয়াস)। নাইজেরিয়ায় শীর্ষ সম্মেলন শেষে বুধবার এ ঘোষণা দেন তারা।

নাইজারের গণতান্ত্রিক নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা করছে ইকোওয়াস ও প্রতিবেশী দেশগুলো। কমিটি অফ চিফস অফ ডিফেন্স স্টাফ (সিসিডিসি), রিপাবলিক অফ নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ‘স্ট্যান্ড বাই ফোর্স’ গঠনের কাজ শুরু করেছে বলে জানিয়েছে।

নাইজারের প্রতিবেশী দেশ ঘানার আক্রায় বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠক করবে সিসিডিসির কর্মকর্তারা। এ বৈঠকে নাইজারে সেনা মোতায়নের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

এর আগে ইকোওয়াস বলেছিল, তাদের বেশিরভাগ সদস্য দেশের সেনাপ্রধান গত ৪ অগাস্ট নাইজারে অভিযানের সব ধরনের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এরপর ১০ অগাস্ট তা বাস্তবায়নের ঘোষণা দেন তারা।

ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম আরএফআই জানিয়েছে, পশ্চিম অ্যাফ্রিকার জোটটি নাইজারের জান্তার বিরুদ্ধে অভিযানের জন্য ইতোমধ্যে ২৫ হাজার সেনা সংগ্রহ করেছে। তাদের বেশিরভাগই নাইজেরিয়ায় নাগরিক।

অ্যামেরিকা ও ফ্রান্স নাইজারে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিচালনা করে। অভ্যুত্থানের পর নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিলেও দেশটিতে এখনও ১০০০ অ্যামেরিকান সেনা ও ১৫০০ ফ্রেঞ্চ সেনা অবস্থান করছে।

নাইজারের অভিজাত প্রেসিডেন্সিয়াল গার্ডের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ায় গত ২৬ জুলাই পিজি সদস্যদের অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে পরিবারসহ প্রেসিডেন্সিয়াল ভবনে আটক করা হয়।

ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, দেশটিতে সাংবিধানিক ক্ষমতা পুনর্বহালে সহায়তার জন্য অ্যামেরিকাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাজুম। এরপর ইকোওয়াস সেখানে অভিযানের পরিকল্পনা করে।

ইকোয়াসকে এ কাজে সমর্থন দিতে নারাজ আফ্রিকান ইউনিয়ন। নাইজেরিয়ার সেনেট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য প্রেসিডেন্ট বোলা টিনুবুকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

প্রতিবেশী দেশ চাদ ও গিনি নাইজারে বাইরের সামরিক হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। বুরকিনো ফাসো ও মালি জানিয়েছে, নাইজারে যে কোনো সামরিক অভিযানকে তারা তাদের বিরুদ্ধে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখবে।

এসব বিরোধিতা সত্ত্বেও নাইজারে সামরিক অভিযান পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে ইকোওয়াস।

দেশটির স্বঘোষিত সরকারপ্রধান জেনারেল আব্দুরাহমানে চিয়ানি ইকোওয়াসের ‘আক্রমণকারীদের’ প্রতিহতে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার অনুরোধ করেছেন।

রেডিও নাইজার বলেছে, রাজধানী নিয়ামে, নাইজেরিয়া ও বেনিন সীমান্তে শিগগিরি নতুন সামরিক সদস্য নিয়োগ দেয়া হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন