দায়িত্ব গ্রহণ করে বাঙ্গা এক বার্তায় বলেন, ‘আমরা মানবতা এবং এই গ্রহের চাপের একটি সংকটময় মুহূর্তে আছি। বিশ্ব এখন যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা মোকাবিলায় আমাদের বিবর্তিত হতে হবে।’
ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকান নাগরিক বাঙ্গাকে প্রেসিডেন্ট জো বাইডেন একটি সফল ব্যবসায়িক কর্মজীবনের পর এই পদে মনোনীত করেন।
বিশ্বের উন্নয়ন চাহিদা মোকাবিলায় বেসরকারি খাতের ভূমিকা সম্প্রসারণের অঙ্গীকারে ৬৩ বছর বয়সী বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে ডেভিড মালপাসের কাছ থেকে শুক্রবার দায়িত্ব গ্রহণ করেন।
বাঙ্গা তার এএফপিকে ই-মেইলে বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোর মাত্রা এবং বৈচিত্র্য, দারিদ্র্য এবং উন্নয়ন, মহামারি, জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং ভঙ্গুরতা গভীরভাবে জড়িত, যা আমাদের সম্মিলিত উচ্চাকাঙ্ক্ষাকে হুমকির মুখে ফেলেছে।’
তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংকের চ্যালেঞ্জ স্পষ্ট: এটি অবশ্যই জলবায়ু অভিযোজন এবং প্রশমন উভয়ই অনুসরণ করবে। এটিকে অবশ্যই মধ্যম আয়ের দেশগুলোর দিকে মুখ না ফিরিয়ে নিম্ন আয়ের দেশগুলোতে পৌঁছাতে হবে। এটি অবশ্যই বিশ্বব্যাপী চিন্তা করতে হবে। তবে জাতীয় এবং আঞ্চলিক চাহিদাগুলো স্বীকার করতে হবে, এটি অবশ্যই ঝুঁকি গ্রহণ করবে কিন্তু তা বিচক্ষণতার সঙ্গে করুন।’