নাটোরের কাঁচাগোল্লা এখন জিআই পণ্য

টিবিএন ডেস্ক

আগস্ট ১০ ২০২৩, ১১:১৩

নাটোরের ঐতিহ্যবাহী কাচাগোল্লা। ছবি: সংগৃহীত

নাটোরের ঐতিহ্যবাহী কাচাগোল্লা। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টি ‘কাঁচাগোল্লা’।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ জানান, শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্ক অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সই এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় আড়াই শ’ বছরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার বিকৃতি ঠেকাতে এবং এর ভৌগলিক উদ্ভাবন স্থানের স্বীকৃতি চেয়ে চলতি বছরের ৩০ মার্চ মাসে আবেদন করে নাটোরের জেলা প্রশাসন।

বিষয়টি যাচাই-বাছাই শেষে ১৭তম ভৌগলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি দেয়া হয় ছানার তৈরি নাটোরের কাঁচাগোল্লাকে।


0 মন্তব্য

মন্তব্য করুন