নিউ ইয়র্কের কুইন্সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইউপিএস ট্রাকে গাড়ির ধাক্কায় এক কিশোরী নিহত হয়েছেন। নর্থ কন্ডুইট অ্যাভিনিউয়ের ওয়ান সিক্স জিরো স্ট্রিটে গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গাড়ির চালক ১৬ বছর বয়সী কিশোরকে আহত অবস্থায় কোহেন চিল্ড্রেন্স হসপিটালে ভর্তি করা হয়েছে। নিহত ১৪ বছর বয়সী কিশোরী ছিল গাড়ির একমাত্র যাত্রী।
নিউ সিটিযেন অ্যাপের সারভিলেন্স ক্যামেরায় দেখা যায়, লাল রঙের একটি বিএমডব্লিও নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ফরচুন উইলিয়ামস।
ফুটেয দেখে স্থানীয় কর্মকর্তারা জানান, গাড়িটি তীব্র গতিতে গিয়ে ডান পাশের লেনে থেমে থাকা ট্রাকে ধাক্কা দেয়। ট্রাকচালক কোনো একটি ডেলিভারি দিয়ে তখন ফিরছিলেন, ট্রাকের সামনের দিকেই ছিলেন।
গাড়ির ধাক্কায় ট্রাকটিও সামনের দিকে গিয়ে ট্রাকচালককে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলেও গুরুতর কোনো আঘাত পাননি।