অ্যামেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগ দেয়ার খবরে ফুটবল বিশ্বে আলোচনার ঝড়। তবে, মেসির কাছের বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার জানিয়েছেন তিনি আগেই জানতেন মেসি অ্যামেরিকা যাচ্ছেন।
এনবিএ ব্রাজিল ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার নেইমার বলেন, ‘মেসি আমার সবচেয়ে কাছে বন্ধু। আমি আগে থেকেই জানতাম সে যাবে। এ নিয়ে আমাদের মধ্যে কথাও হয়েছে।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) দুই মৌসুম খেলার পর বুধবার ইউরোপ ছেড়ে মায়ামি পাড়ি জমানোর ঘোষণা দেন মেসি। ফুটবল বিশেষজ্ঞদের একদল বলছেন ২০২৪ কোপা আমেরিকা ও ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক অ্যামেরিকা হওয়ায় দুই বছর বাড়তি প্রস্তুতি নিতেই মেসি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আরেক দল বলছেন, ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসা ৩৫ বছর বয়সী মেসি ইউরোপিয়ান ফুটবলের চাপ এড়ানোর জন্যই অ্যামেরিকার অপেক্ষাকৃত দুর্বল মেজর লিগ সকার (এমএলএস) বেছে নিয়েছেন।
কারণ যেটাই হোক নেইমারের মত মেসির এমএলএসে যোগ দেয়া পুরো লিগকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নেইমার যোগ করেন, ‘আমি নিশ্চিত লিও অ্যামেরিকার এ লিগের চেহারা পালটে দেবে। লিগের খেলাগুলো আগের চেয়ে অনেক বেশি মানুষ দেখবে। সবারই তার খেলা দেখা ও উপভোগ করা উচিৎ। খুব বেশিদিন সে আর খেলবে না।’