বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১৪:১৩

স্বামীর সঙ্গে ফারিণ। ছবি: সংগৃহীত

স্বামীর সঙ্গে ফারিণ। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সোমবার এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ফারিণ জানান, দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার তাদের আকদ হয়েছে। তার স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত।

তিনি বলেছেন, শুধু পরিবারের মানুষদের উপস্থিতিতে খুবই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আকদ হয়। তার স্বামী বিদেশে কর্মরত থাকায় তাড়াহুড়োর মধ্য দিয়ে সবকিছু হয়েছে। তিনি দেশে ফিরলে বন্ধু ও সহকর্মীদের নিয়ে আরেকবার উদযাপন হবে।

জীবনসঙ্গী সম্পর্কে ফারিণ লিখেছেন, ‘আমাদের সাড়ে আট বছরের ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রা আজ কাগজে রূপ নিল। আমার মনে ঠিক প্রথম দিনের মতোই তুমি এখনো আছ। আমার জীবনে তুমি আসার পর কীভাবে যেন সব বদলে গেল।’

বিবাহিত জীবন সুন্দর হওয়ার জন্য সবার দোয়া চেয়েছেন ফারিণ।


0 মন্তব্য

মন্তব্য করুন