শুরু হচ্ছে ভার্জিন গ্যালাকটিকের বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ১৭:০৯

ভার্জিন গ্যালাকটিকের রকেট প্লেন। ছবি: সংগৃহীত

ভার্জিন গ্যালাকটিকের রকেট প্লেন। ছবি: সংগৃহীত

  • 0

স্যার রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন সংস্থা ভার্জিন গ্যালাকটিক জানিয়েছে, চলতি মাসেই তাদের প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট শুরু হবে।

গ্যালাকটিক জিরো ওয়ান নামের প্রথম ফ্লাইট জুনের ২৭ থেকে ৩০ তারিখের ভেতর চালু করার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।

প্রজেক্টে বিনিয়োগকারীদের কাছে মহাকাশ ফ্লাইট শুরুর ঘোষণার পর নিউ ইয়র্ক শেয়ারে ভার্জিন গ্যালাকটিকের শেয়ারের মূল্য ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

ভার্জিন গ্যালাকটিক বলেছে, তাদের প্রথম ফ্লাইটটি একটি বৈজ্ঞানিক গবেষণা মিশন হিসেবে যাত্রা করবে। মহাকাশে মাইক্রোগ্র্যাভিটি গবেষণার লক্ষ্যে প্রথম ফ্লাইটে থাকবেন ইটালিয়ান এয়ার ফোর্স ও ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অফ ইটালির তিনজন ক্রু।

সংস্থাটির দাবি, আগস্টের শুরুতেই বাণিজ্যিক মহাকাশ ফ্লাইটের দ্বিতীয় ফ্লাইট যাত্রা করবে। এরপর থেকে প্রতি মাসেই নিয়মিতভাবে মহাকাশ ফ্লাইট পরিচালনা করতে চায় ভার্জিন।

ভার্জিন গ্যালাকটিকের ‘ইউনিটি’ নামের রকেট প্লেনকে দুই বছর পর আবার ফিরিয়ে আনা হয়েছে।

সংস্থাটির বহুল প্রতীক্ষিত বাণিজ্যিক মহাকাশ পর্যটন ফ্লাইট চালু করার আগে চূড়ান্ত পরীক্ষামূলক ফ্লাইট হিসেবে যাত্রা সম্পন্ন করেছে রকেটটি।

পৃথিবী থেকে ৮০ কিলোমিটার (২৬০ হাজার ফুট) উচ্চতায় মহাকাশ ভ্রমনের স্বাদ নিতে অ্যাডভেঞ্চার প্রিয় প্রায় ৮০০ গ্রাহকের কাছে টিকিট বিক্রি করেছে ভার্জিন গ্যালাকটিক।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...