ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে মঙ্গলবার দুপুরে দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন জন্য অন্তর্বর্তী সরকারের কাছে বারবার জোরালো দাবি জানালেও এবার কিছুটা ভিন্ন সুরে কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সংস্কারের আগে বিএনপি নির্বাচন চায়, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত ধারণা। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে বিএনপিকে নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।
মির্জা ফখরুল আরো বলেন, জনগণ চায়না এমন কোনো সংস্কার প্রস্তাবকে সমর্থন করেনা বিএনপি।
একই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
এসময় কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাব অপপ্রচার করছেন বলেও অভিযোগ করেন রিজভী।
একই দিন লক্ষ্মীপুরে ছাত্রদলের এক অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, বিএনপি বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ নিয়ে বিভিন্ন মহলের গভীর চক্রান্ত মোকাবেলায় ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান এ্যানি।