ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডে গুলিতে নিহত ৩

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৩, ১১:৩৬

ভার্জিনিয়ার এই পার্কে গুলিতে নিহত হয়েছেন ২ জন। ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ার এই পার্কে গুলিতে নিহত হয়েছেন ২ জন। ছবি: সংগৃহীত

  • 0

ভার্জিনিয়ার রিচমন্ডে হাইস্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষে গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির কাছে মনরো পার্কে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। একই দিন দুপুরে ম্যারিল্যান্ডের ওয়াশিংটন ন্যাশনাল সেমেট্রিতে গুলিতে নিহত হয়েছেন এক জন।

ভার্জিনিয়ার রিচমন্ড পুলিশ মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে জানায়, মনরো পার্কে হিউগুয়েনট হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই বের হয়ে যাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি গুলি চালালে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন সদ্য গ্র্যাজুয়েট করা ১৮ বছর বয়সী শন জ্যাকসন ও তার ৩৬ বছর বয়সী সৎ বাবা রেনযো স্মিথ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫ জন।

গুলির শব্দে আতঙ্কিত হয়ে, ছুটতে গিয়ে পড়ে ও গাড়ির ধাক্কায় আরও ১২ জন অসুস্থ ও আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

সন্দেহভাজন হামলাকারী, ১৯ বছর বয়সী আমেরি টাই-জন পোলার্ডকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

রিচমন্ড পুলিশ চিফ রিক এডওয়ার্ড বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পোলার্ড ও জ্যাকসন একে অপরের পূর্ব পরিচিত। তাদের মধ্যে বিরোধ চলছিলো। 

তিনি বলেন, ‘একজনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।’

সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের ২ টি অভিযোগ আনা হয়েছে। 

এর আগে দুপুরে ম্যারিল্যান্ডের ওয়াশিংটন ন্যাশনাল সেমেট্রিতে শিশুর শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন এক নারী।

প্রিন্স জর্জেস কাউন্টি পুলিশ কর্মকর্তা ড্যাভিড ব্ল্যাযার বিষয়টি নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত জানাননি।

তিনি বলেছেন, হামলাকারী সন্দেহে একজনকে হেফাজতে নেয়া হয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...