কোরআন পোড়ানোর নিন্দা ওআইসির

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ১৭:৩৯

২০২২ সালের ২২ মার্চ ওআইসির ৪৮তম অধিবেশন। সংগৃহীত ছবি

২০২২ সালের ২২ মার্চ ওআইসির ৪৮তম অধিবেশন। সংগৃহীত ছবি

  • 0

সুইডেন ও ডেনমার্কে একের পর এক কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সেক্রেটারি-জেনারেল হিসেন ব্রাহিম তহা সোমবার দুই দেশকে কোরআন অবমাননা বন্ধের আহ্বান জানিয়েছেন।

সেই সঙ্গে এখন পর্যন্ত দুই দেশের সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তহা বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে মতপ্রকাশের স্বাধীনতার নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এই কাজকে বার বার প্রশ্রয় দিয়ে চলেছে। এটি ধর্মের প্রতি শ্রদ্ধার অভাব।’

যখন তহা এসব বলছিলেন, ঠিক সে সময় স্টকহোমে দুই ব্যক্তি কোরআনে আগুন ধরিয়ে দেন। তাদের মধ্যে একজন সুইডেনভিত্তিক ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা, যিনি জুনের শেষের স্টকহোমে কোরআন পুড়িয়েছিলেন।

ডেনমার্কের অতি-ডানপন্থি দল ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করে, যেখানে একজন ব্যক্তিকে কোরআন পোড়াতে এবং একটি ইরাকি পতাকা পদদলিত করতে দেখা যায়।

এ ঘটনা ইরাকে চরম অস্থিরতা তৈরি করে। শত শত বিক্ষোভকারী এ মাসের শুরুতে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। ইরাকের সরকার সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

ইরান বলেছে, তারা দেশটিতে নতুন করে কোনো সুইডিশ রাষ্ট্রদূতকে অনুমতি দেবে না।

সোমবার ওআইসির বৈঠকের আগে, সুইডেন ও ডেনমার্ক উভয়ই উত্তেজনা শান্ত করার চেষ্টা করেছে।

তহা সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রমের কাছ থেকে বৃহস্পতিবার একটি ফোন পেয়েছেন। বিলস্ট্রম জানিয়েছিলেন, তিনি কোরআন অবমাননাকে প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি ওআইসি সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেনের কাছ থেকেও ফোন পেয়েছিলেন তহা। তিনিও কোরআন অবমাননার নিন্দা করেন এবং বলেন, তার সরকার এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।


0 মন্তব্য

মন্তব্য করুন