মাসব্যাপী সিয়াম সাধনার পর ইতালিতে প্রায় ২.৫ মিলিয়ন মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইটালির রোম, ভিটোরিও, তরপিনাত্তারা, মিলান, ভেনিস, নাপোলিসহ বিভিন্ন শহরে মিলিয়নের বেশি ধর্মপ্রাণ মুসলিম ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।
পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে একই সাথে নামাজ আদায় করতে পেরে খুশি ইটালি প্রবাসী বাংলাদেশিরা।
ইটালিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রবিবার স্থানীয় সময় সকাল ৭ টা ৩০ মিনিটে রাজধানী রোমে ভিক্টোরিয়া ঈদগাহ ময়দানে। এখানে ৩০ মিনিট পর ৮টায় ২য় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ইটালির বাণিজ্যিক শহর মিলানের সাতটি স্থানে ৩০টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়।
এদিকে দমকা হাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ আর গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের জামাত আদায় করেছেন ফ্রান্সের মুসল্লিরা।
ফ্রান্সের জাতীয় মসজিদ গ্রান্ড মস্ক দ্যু প্যারিসে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীকে কড়া পাহাড়া দিতে দেখা গেছে।
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও এখানে নামাজ আদায় করেন। নারীদের নামাজের জন্য ছিল সুব্যবস্থা। উৎসবমুখর পরিবেশ শিশুরাও মা-বাবার হাত ধরে ঈদ জামাতে অংশ নেয়।
প্রতিটি ঈদ জামাতে বাংলাদেশ ও মুসলিম উম্মাহরজন্যে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রবাসীদের নামাজ শেষে বেশ খোশমেজাজে দেখা গেছে।
নামাজ শেষে দেশে থাকা স্বজনদের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক প্রবাসী বাংলাদেশি। মঙ্গল কামনা করেন নিজের দেশও মুসলিম উম্মাহর জন্য।
ফ্রান্সের রাজধানী প্যারিস ছাড়া অন্যান্য প্রধানশহর তুঁলুজ, মার্সেই ও লিঁলসহ বেশ কয়েকটি শহরেও বাংলাদেশি প্রবাসীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন।
৫.৫ মিলিয়ন মুসলিমের দেশ ফ্রান্সে, ঈদ উপলক্ষে সব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অভারভিলা বাংলাদেশি জামে মসজিদ, পান্তাসিটি কাউন্সিল জিমনেসিয়াম, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, ইস্তা, ফ্রান্সসহ একাধিক মসজিদে সকাল সোয়া ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়।