মন্টানায় অটারের আক্রমণে ৩ নারী আহত

টিবিএন ডেস্ক

আগস্ট ৪ ২০২৩, ১৪:৩৬

অটার ( ভোঁদড় )। ছবি: সংগৃহীত

অটার ( ভোঁদড় )। ছবি: সংগৃহীত

  • 0

মন্টানা ফিশ, ওয়াইল্ডলাইফ অ্যান্ড পার্কস (এফডব্লিউপি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অটারের (ভোঁদড়) আক্রমণে তিন নারী আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ওই নারীরা বুধবার রাত সোয়া ৮টার দিকে জেফারসন নদীর তীরে ভাসমান অবস্থায় কয়েকটি অটার দেখতে পান। এরপর একটি অটার পানি থেকে উঠে তাদের আক্রমণ করলে তারা নাইন ওয়ান ওয়ানে কল করেন।

জরুরি পরিষেবার সদস্যরা আহত তিন নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এক বিবৃতিতে তারা বলেন, একজনের গুরুতর আহত হওয়ায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মন্টানা এফডব্লিউপি ‘বিনোদনমূলক মাছ ধরার’ বিভিন্ন সাইটের লেক অঞ্চলে অটারের আক্রমণ সম্পর্কে সতর্ক করে সাইন বোর্ড পোস্ট করবে।

মন্টানা এফডব্লিউপি বলেছে, ‘অটারদের আক্রমণ বিরল তবে তারা নিজেরদের ও পরিবারের ওপর ঝুঁকি অনুভব করলে রক্ষা করতে সক্ষম। ফলে কাছাকাছি কাউকে দেখলে তারা আক্রমণ করতে তেড়ে আসে।’

অটার সাধারণত এপ্রিলে ডাঙ্গায় বা শুষ্ক স্থানে বাচ্চা জন্ম দেয়। এরপর প্রাণীগুলো গ্রীষ্মকালে বাচ্চাদের নিয়ে পানিতে নেমে যায়।

মন্টানা এফডব্লিউপি অটারের আক্রমণ এড়াতে পরামর্শ দিয়ে বলেছে, ‘যদি আপনি অটারের আক্রমণের সম্মুখীন হন তবে লড়াই করুন, পালিয়ে যান, পানি থেকে সরে আসুন ও আক্রান্ত স্থানের চিকিৎসা করুন।’


0 মন্তব্য

মন্তব্য করুন