কর্মকর্তারা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং তারা খনিতে কাজ করতেন।
কর্মকর্তারা জানান, বৃষ্টির কারণে খনির কাজ বন্ধ ছিল। তবে তীব্র বৃষ্টিতে সেখানে অনেক ময়লা আবর্জনা জমা হওয়ায় পরিচ্ছন্নতার কাজ চলছিল। নিখোঁজ ব্যক্তিরা পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিখোঁজদের অনুসন্ধানে অভিযান চলছে।
সাধারণত মে থেকে অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিতে ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে থাকে। ২০২২ সালের জুলাইতে এলাকাটিতে ভূমিধসে কমপক্ষে ১৬২ জন মারা যান।
জেড মাইনিং মিয়ানমারের সামরিক সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস। এর মাধ্যমে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিকেও অর্থায়ন করা হয়।
মিয়ানমারের সামরিক বাহিনী এবং কাচিনের বিদ্রোহীদের মধ্যে এ অংশের নিয়ন্ত্রণ নিয়ে অনেক বছর ধরে লড়াই চলছে।