স্যান ডিয়েগো কমিকনে ভারতীয় সিনেমা ‘প্রজেক্ট কে’

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ০:২৭

প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান। ছবি কোলাজ: ভ্যারাইটি

প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান। ছবি কোলাজ: ভ্যারাইটি

  • 0

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো কমিকনে (এসডিসিসি) জায়গা পেয়েছে ভারতের বিগ-বাজেট সায়েন্স ফিকশন ফিল্ম প্রজেক্ট-কে। আগামী ১৯ জুলাই এসডিসিসির উদ্বোধনী অনুষ্ঠানে মুভিটির এক্সক্লুসিভ ফুটেজ রিলিজ দেয়া হবে।

পরদিন ‘দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়াস মিথো-সাই-ফাই এপিক’ শিরোনামে একটি প্যানেল হোস্ট করবেন সিনেমাটির কলাকুশলীরা। সেখানে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন, প্রভাস ও কমল হাসান। এরপর ছবিটির টিজার ট্রেলার ও মুক্তির তারিখ প্রকাশ করা হবে। মঞ্চে একটি পারফরম্যান্সেও অংশ নেবেন তারা।

সিনেমাটির প্রযোজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এক্সক্লুসিভ এ ইভেন্টটি অতিথিদেরকে ভারতের চিত্তাকর্ষক গল্প, ভবিষ্যত সেটিং ও স্পাইস পাঙ্ক নান্দনিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।’

অনুষ্ঠানটি স্পন্সার করবে রানা দাগ্গুবতীর স্পিরিট মিডিয়া।

সি. আসওয়ানি দত্তের বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। এতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটনি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...