প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান। ছবি কোলাজ: ভ্যারাইটি
0
ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো কমিকনে (এসডিসিসি) জায়গা পেয়েছে ভারতের বিগ-বাজেট সায়েন্স ফিকশন ফিল্ম প্রজেক্ট-কে। আগামী ১৯ জুলাই এসডিসিসির উদ্বোধনী অনুষ্ঠানে মুভিটির এক্সক্লুসিভ ফুটেজ রিলিজ দেয়া হবে।
পরদিন ‘দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়াস মিথো-সাই-ফাই এপিক’ শিরোনামে একটি প্যানেল হোস্ট করবেন সিনেমাটির কলাকুশলীরা। সেখানে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন, প্রভাস ও কমল হাসান। এরপর ছবিটির টিজার ট্রেলার ও মুক্তির তারিখ প্রকাশ করা হবে। মঞ্চে একটি পারফরম্যান্সেও অংশ নেবেন তারা।
সিনেমাটির প্রযোজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এক্সক্লুসিভ এ ইভেন্টটি অতিথিদেরকে ভারতের চিত্তাকর্ষক গল্প, ভবিষ্যত সেটিং ও স্পাইস পাঙ্ক নান্দনিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।’