ইয়েমেনি পরিবারে কোরবানির গোশত বিতরণ

টিবিএন ডেস্ক

জুন ২৮ ২০২৩, ২০:০৮

৩ হাজার ইয়েমেনি পরিবারে কোরবানির গোশত বিতরণ করেছে তুর্কিয়ে রেড ক্রিসেন্ট। ফাইল ছবি

৩ হাজার ইয়েমেনি পরিবারে কোরবানির গোশত বিতরণ করেছে তুর্কিয়ে রেড ক্রিসেন্ট। ফাইল ছবি

  • 0

ঈদুল আজহা উদযাপনের অংশ হিসেবে তুর্কিয়ে রেড ক্রিসেন্ট তিন হাজার ইয়েমেনি পরিবারের মধ্যে কোরবানির পশুর গোশত বিতরণ করেছে।

তুর্কিয়ে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ইয়েমেনের চারটি প্রদেশ আদেন, আবিয়্যান, লাহিয ও ডাহলিতে বুধবার এই গোশত বিতরণ করা হয়।

ইয়েমেনে তুর্কিয়ে রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহিম ওবায়েদ বলেন, ‘কোরবানির গোশত বিতরণ প্রক্রিয়া ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত চলবে। হতদরিদ্র পরিবার, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, অনাথ, বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও নারীদের মাঝে কোরবানির পশুর গোশত বিতরণ করা হবে।’

ইয়েমেনে যুদ্ধের পর থেকে তুর্কিয়ে রেড ক্রিসেন্ট দেশটির বাস্তচ্যুত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা ও অর্থনৈতিকভাবেও সাহায্য করছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...