অ্যামেরিকার এক নাগরিককে মাদক বিক্রির অভিযোগে রাশিয়ার মস্কোতে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার স্টেইট নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স শনিবার জানায়, সপ্তাহের শুরুতে লিকা মাইকেল ট্র্যাভিস নামে ওই অ্যামেরিকানকে গ্রেফতার করা হয়।
ট্র্যাভিস একজন প্যারাট্রুপার ও সঙ্গীতশিল্পী। তিনি এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ায় অবস্থান করছিলেন। তবে তিনি কেন রাশিয়ায় গিয়েছেন তা এখনও অজানা।
মস্কোর খামোভেচেনস্কাই আদালতে উত্থাপিত অভিযোগে বলা হয়, ট্র্যাভিস তরুণদের নিয়ে একটি মাদক বিক্রির ব্যবসা সংগঠিত করছিলেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাভিস মেফোড্রোন নামে একটি মাদকদ্রব্য বিক্রি করেছেন। মেফোড্রোন একটি মিক্সিং ড্রাগ। এটি এমন এক ধরনের মাদক যাকে কোকেইন ও অ্যাক্সটেসির সঙ্গে তুলনা করা হয়।
স্টেইট ডিপার্টমেন্ট জানায়, তারা ট্র্যাভিস সংক্রান্ত তথ্যগুলো পর্যবেক্ষণ করছে।