সাউথ ক্যারোলাইনায় ৬ জনের দগ্ধ মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৩, ১৯:২৯

সাউথ ক্যারোলাইনায় ৬ জনের দগ্ধ মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
  • 0

অ্যামেরিকার সাউথ ক্যারোলাইনায় পুড়ে যাওয়া বাড়ি থেকে ছয় জনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাউথ ক্যারোলাইনার কোলেটন কাউন্টির গ্রিন পন্ড এলাকায় রোববার সকালে এই ঘটনা ঘটে।

কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিকে বিমানে করে হাসপাতালে নেয়া হয়।

শেরিফ অফিসের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তি হলেন ৩৩ বছর বয়সী রায়ান লিনার্ড ম্যানিগো। তার নামে হত্যাচেষ্টার মামলা দিয়ে কোলেটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

হতাহতদের পরিচয় বা ঘটনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এবিসি নিউজ ফোরের প্রতিবেদনে সূত্রের বলা হয়েছে, জীবিত ব্যক্তির দেহে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে।

দ্য সান ডটকমে বলা হয়েছে, গ্রেফতার ম্যানিগোর নামে ডাকাতি, যৌন হয়রানি ও অপহরণের অভিযোগে আগেও বেশ কিছু মামলা আছে।

সাত জনকে ছুরিকাঘাতের পর ঘটনার মোড় ঘোরাতে বাড়িতে আগুন ধরিয়ে দেন ম্যানিগো, এমন দাবি করেছে ইয়োর কন্টেন্ট নামের একটি অনলাইন পোর্টাল।

ঘটনার তদন্তে শেরিফ অফিসের সঙ্গে কাজ করছে সাউথ ক্যারোলাইনা স্টেইট ল এনফোর্সমেন্ট ডিভিশন।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...