চায়নায় স্কুলের ছাদ ধসে নিহত ১১

টিবিএন ডেস্ক

জুলাই ২৪ ২০২৩, ১০:৫২

ধসে পড়া ভবনে উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা। ছবি: এবিসি নিউজ

ধসে পড়া ভবনে উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা। ছবি: এবিসি নিউজ

  • 0

চায়নার উত্তর-পূর্বের কিকিহার শহরে একটি স্কুলের জিমনেশিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ধসে যাওয়া ভবন থেকে শেষ মরদেহ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে।

হতাহতদের মধ্যে কতজন স্কুল শিক্ষার্থী তা জানা যায়নি।

সিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলেছে, সম্ভবত স্কুলের নির্মাণ কাজের সরঞ্জাম ওই জিমনেশিয়ামের ছাদে রাখায় সেটি ধসে পড়ে। তাদের ধারণা, নির্মাণ শ্রমিকরা জিমের ছাদে যে সরঞ্জাম জমা করেছিল তা বৃষ্টির পানি শোষণে সক্ষম। ফলে অতিরিক্ত ভারে ছাদটি ধসে পড়ে।


কর্তৃপক্ষ জানিয়েছে, থার্টি ফোর মিডল স্কুলের জিমনেশিয়ামে এ ঘটনার সময় প্রায় ১৯ জন উপস্থিত ছিলেন। ধসের পর চার জন নিরাপদে বের হয়ে যায় ও চার জনকে জীবিত উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ এখনও ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তারা জানিয়েছেন, তদন্ত চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...